![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘আটক’ করে এরশাদকে সিএমএইচে নিল র্যাব
জাপার নির্বাচনী প্রতীক ‘লাঙ্গল’ অন্য কাউকে বরাদ্দ না দিতে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দেওয়ার ১২ ঘণ্টার মধ্যে ‘আটক’ হলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ।
দলীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে এরশাদকে তাঁর বারিধারার বাসা থেকে র্যাব আটক করে নিয়ে যায়।
তবে র্যাব-১-এর পরিচালক কিসমৎ হায়াত রাত পৌনে ১২টায় প্রথম আলোকে বলেন, এরশাদকে আটক করা হয়নি। তিনি চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যাচ্ছেন। র্যাব তাঁকে নিরাপত্তা দিচ্ছে।
Click This Link
আমরা কিছু দেখিনি, আমরা কিছু শুনিনি, আমরা কিছু বলিনি
১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩০
মদন বলেছেন: এরশাদের আবার ফোনও দেয়া লাগে নাই। র্যাব আইসা কয় আপনার মুখটা শুকনা শুকনা লাগে। আমাগো লগে চলেন,চেকাআপ কইরা আনি ।
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩
HHH বলেছেন: জাতি একটি নগ্ন নাচ দেখছে
১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭
মদন বলেছেন: নগ্ন নাচ নয়, বলুন ক্ষমতার উন্মাদ আস্ফালন।
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৯
ম্যাংগো পিপল বলেছেন: এরশাদকে হাসপাতালে নেবার মত কি, দুনিয়ায় কেউ নাই ? র্যাব এখন বাসা টু হাসপাতাল সার্ভিস দিচ্ছে নাকি ?
কবে যে এসবের হাত থেকে মুক্তি পাবো !! সবাই সব জানে, বুঝে কিন্তু কিছুই করা যাচ্ছে না !!
১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৬
মদন বলেছেন: এরই নাম (আওয়ামী) গনতন্ত্র
৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫
আছিফুর রহমান বলেছেন: আমার কয়েকদিন যাবৎ অনেক ঠান্ডা। ডাক্তারের কাছে যাইতে মুঞ্চায় না। চিন্তা করতাছি রাবেয়া(র্যাব) রে একটা ফোন দিমু।
৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৯
ভিটামিন সি বলেছেন: গতকাল থেকে আমার পাছায় ফোঁড়া হইছে। চেয়ারে বসতে পারতেছি না। কেউ কি আমার হইয়া র্যাব ভাইজানগো একটা ফোন দিয়া তাদের পাহারায় একখান এম্বুলেণ্স পাঠানোর ব্যবস্থা করবেন?
৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩১
বেকার যুবক বলেছেন: র্যাব শুধু রাজনৈতিক অতি গুরুত্বপূর্ন ও অবস্থাসম্পন্ন ব্যক্তিদেরকেই এম্বুলেন্স সার্ভিস দেয়, অন্যদেরকে না। @ ভিটামিন সি, আছিফুর রহমান, ম্যাংগো পিপল, বাগসবানি। ...
৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৮
বাগসবানি বলেছেন: আমি গুরুত্বপূর্ণ না এইটা আপনেরে কে কইছে @বেকার যুবক
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০
বাগসবানি বলেছেন: এম্বুলেন্স না পাইলে এখন থেকে ভাবতেছি র্যাবভাইজানকে ফোন করলেই চলবে