![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিপুলসংখ্যক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘প্রার্থিতা প্রত্যাহার করায় অনেকগুলো আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে না। যাঁরা আমাদের সঙ্গে সর্বদলীয় সরকারে আছে, আলাপ-আলোচনার মধ্য দিয়ে আমরা এ পরিবেশ সৃষ্টি করেছি। যে কারণে প্রতিদ্বন্দ্বিতা হবে না। বিএনপি এলেও আমরা একই প্রক্রিয়া অনুসরণ করতাম।’
বাহ বাহ। দুজনে ভাগাভাগি করে দেশ ভাগ করে নিতো। নির্বাচনের কি দরকার ছিলো। খালেদার বুদ্ধি এতো কম কেনো? এই ভাগাভাগিতে রাজী হইলো না কেন?
ভাগাভাগি করে দেশটারে লুইট্টা খা।
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২২
রাজীব বলেছেন: সার্টিফিকেট হীন প্রাইমারী পাশের বুদ্ধি আর কতটুকুই ব হবে??
ওনার উচিৎ পিএসসি ও জেএসসি পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা প্রমান করা।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১১
মদন বলেছেন: ঠিক কইছেন, নিদেন পক্ষে টাকা পয়সা দিয়া কিছু ডক্টরেট ম্যানেজ করতে না পারতো। ক্যান যে করে না।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১১
নানাভাই বলেছেন: ঠিকই কইচেন, কুনু ডিগ্রী নাইতো; বুঝবো ক্যামতে??
ডিগ্রীর কাহিনী জানতে এইখানে গুতান
৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:১২
এম এ কাশেম বলেছেন: তাই তো দেখছি
খালেদার কূটবুদ্ধি কম
এক মাত্র ভেজাল্যা ডিগ্রীতে কূটবুদ্ধি বাড়ে
খালেদার ও উচিৎ বাইর থেকে কিছু ডিগ্রী কিনে আনা..............।
৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৪৬
মুহাম্মদ তাইফ বলেছেন: একজনের তো ম্যালা ডিগ্রি।তিনি তার কুটবুদ্ধী দিয়া ডিগ্রির জোর দেখাইতাছেন।অপরজনের যদি ডিগ্রি থাকত তাহলে যে দেশটা কোথায় যাইত কে জানে ।
৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:০৪
টি-ভাইরাস বলেছেন: পোলা পাইন আসতে কথা কোন এই দেশ কিন্তু হেতের বাপের ... বেশি কথা কয়লে যদি দেশ থিকা বাইর করে দেয় তাইলে কি করবেন
১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০
মদন বলেছেন: এই ভয়েই তো কিছু কই না, খালি কই জয় বাংলা।
৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫
HHH বলেছেন: এতো নির্লজ্জের মতো এভাবে কেউ বলতে পারে বিশ্বাস হয় না
৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৯
নীল ভোমরা বলেছেন:
৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯
জনাব মাহাবুব বলেছেন: কেনু যে খালেদা জিয়া এই রহম সুযোগ হারাইলো।
নৌকা নিয়া ভোটে খাড়াইলো নিদেনপক্ষে কৃষিমন্ত্রীর পদটাও পাইতো।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২
মদন বলেছেন: এতো বড় সুযোগরে....
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৪
মোঃ আনারুল ইসলাম বলেছেন: এতবড় সুযোগ আর আসবেনা । হায় খালেদা করলি কি সুযোগ ছিল নৌকা নিয়ে ভোট করার তাইও তুই হারালি।