![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৫১ আসন ত জিতেই গেল। আর নির্বাচনের কি প্রয়োজন? জীবনে কম পক্ষে ১৫০ টা বাজে নাটক করেছি কিন্তু এটার মত বাজে নাটক মনে হয় আমিও করতে পারব না।
Click This Link
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪
চাঁন মিঞা সরদার বলেছেন:
শুয়োরের খোয়াড়ে কেউ গিয়ে নিজেকে দুর্গন্ধ করতে চায়না। গুয়ের টাঙ্কিতে আওয়ামী ও তার দোসর রা খেলা করুক।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭
বিশ্বাস করি 1971-এ বলেছেন: এইটা কোন ইরেশ যাকের? আলী যাকেরের পোলা না? ওরা তো মার্কা মারা। ওগো আবার এই ধরনের স্ট্যাটাস দেয়ার মানে কি? শালার ঐ গোয়ালের গরু হইয়া এখন নিরপেক্ষ দেখায়। জেনুইন দুই নম্বর। ঢিভিতে মাঝে মধ্যে আরাফাত নামে একটা হারামীরে দেখি। শালার পুত নিরপেক্ষ দেখায় আসলে শালা পুরাই বাল। এই ইরেশ মিয়াও এক ধরনের বাল। এখন নিরপেক্ষ সাজতেছে। যখন ক্ষমতা নেয়া শেষ হবে তখন এর পক্ষে গান গাইতে গাইতে শেষ হয়ে যাবে। দালাল চাইলেই রং লুকাইতে পারে না।
৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮
বিশ্বাস করি 1971-এ বলেছেন: @ মদন, আপনার হাতের কলাটা ওর পিছন দিক দিয়া দেওয়া যায় না। তাইলে যদি ওর চরিত্র নিরপেক্ষ হইতো মনে হয়।
৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০০
নীল জানালা বলেছেন: অহেতুক মানুষের পিছনে লাগাটা কতটুক ন্যায়সংগত? মানলাম ওরা পারিবারিকভাবে আম্ললিগার। এমনোতো হৈতে পারে যে হাসিনার কুকির্তি দেখতে দেখতে একসময় তার নিজের সন্তান জয়ও কোন না কোন কিছুতে হোঁচট খেয়ে সম্বিত ফিরে পেতে পারে। কাজেই আপাতত ইরেশ মিয়ার এই স্ট্যাটাসকে সাধুবাদ জানাই। পরেরটা পরে দেখা যাবে।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯
মদন বলেছেন: আমিও
৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩
দখিনা বাতাস বলেছেন: এমন স্ট্যাটাস দিতেই পারে আওয়ামীলীগ হলেও। আমি যেমন চাই বাকি রাজাকারগুলারে ফাসি দেও্য়া পর্যন্ত নির্বাচন নামের নাটক করে হলেও শেখ হাসিনা থাকুক। ফাসিতে ঝুলানোর পরে যা ইচ্চা হোক গিয়ে। কিন্তু তাইবলে এমন নির্বাচন একমাত্র জামাতের মত দলকানা ( দলের জন্য যারা নিজের দেশের মানুষরে পোড়াইয়া মারে) ছাড়া কেউই পছন্দ করবে না। যেমন আমিও এমন নির্বাচন পছন্দ করিনা। তাই বলে এমন না যে জামাতরে সাপোর্ট দিতেছি।
৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭
খন্দকার আরাফাত বলেছেন: ইরিশকে বি এন পি টাকা দিয়ে এই স্ট্যাটাস দিতে বাধ্য করেছে । কথা কম কন মিয়া । মাইর হবে মাগার সাউন্ড হবেনা
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
মদন বলেছেন: বিম্পি খুব খ্রাপ। গনতন্ত্র মানেনা। সবাই মানবে ডিজিটাল গনতন্ত্র। না মানলে মানতে বাধ্য করা হবে।
৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০০
নীল ভোমরা বলেছেন:
৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১২
মদন বলেছেন: মন খারাপ ক্যান?
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯
মোঃ আনারুল ইসলাম বলেছেন: