![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বশেষ ক্ষমতার ছাড়ার পরের রেকর্ড অনুযায়ী।
২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭
মদন বলেছেন: আমার ধারনা ইনফ্লেশন এর সাথে মানুষের সহনশীলতা। ৫বছর আগে যদি শুনি কেউ হাজার কোটি টাকার দূর্নীতি করছে, তাইলে ৫বছর পরে অন্তত ৫-৭ হাজার কোটি টাকা মামুলি মনে হয়।
যেমন রানা প্লাজায় ১০০০+ মারা যাবার পরে শেওড়াপাড়ার গার্মেন্টসে ৬-৭ জন আগুনে পুড়ে মারা যাবার খবর কোন পাত্তাই পাই নাই।
আমাদের সহনশীলতা কোন লেভেলে যে পৌছেছে তা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন।
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬
HHH বলেছেন:
২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১০
মদন বলেছেন: অসংখ্য ধন্যবাদ। সোর্সটুকু দিলে আরো ভালো হতো এবং কৃতজ্ঞ থাকতাম।
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১২
ইমরান হক সজীব বলেছেন: অবশ্যই বিএনপি, তবে আওয়ামেলিগ ও কম যাই না । আসলে দুইটা দলকেই যদি পরিত্যাগ করা সম্ভব হত ....
৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭
উদাসী স্বপ্ন বলেছেন: আপনার কথাতে যুক্তি আছে।
যেমন রানা প্লাজায় ১০০০+ মারা যাবার পরে শেওড়াপাড়ার গার্মেন্টসে ৬-৭ জন আগুনে পুড়ে মারা যাবার খবর কোন পাত্তাই পাই নাই।
এটা সবসময়ই ছিলো। বেজীর তথাকথিত অবৈধ সন্তানত কোকোর লন্ঞ্চে ডুবে যখন ৮০০ লোক মারা যায় তখন সাধু ডাকাত তৎকালীন নৌমন্ত্রি বলে বসলেন মিডিয়া মাড়িয়ে লেখছে অবশ্য তারপরদিনই বেজী সদ্যগে ঘোষনা করলেন যে পরিবারের মানুষ মারা গেছে মাথা প্রতি একটি রয়েল বেঙ্গল ছাগল দেয়া হবে। মানুষ তাতে বরং হেসেছে। এবং যতদূর মনে পড়ে কোকোর ব্যাবসা এতই রমরমা ছিলো যে নৌকা দুই দিন পরপরই ডুবতো এবং মানুষ তাতেও গা সওয়া হয়েছিলো। খুব সম্ভবত একজন মালিককে ধরা হয়েছিলো আর বাকী মালিকদের ধরা হয় নি কারন ঐ যে অবৈধ সন্তান।
আর দেশের কথা বাদ দেন যেখানে ব্লগে সকল তথ্য থাকা সত্বেও মানুষ বেজী, হায়েনা, কুকুর শফী, জামাতকে সাপোর্ট করে পোস্ট দেয় এবং মানুষ তাতে সমর্থন জানিয়ে গালাগালির মহোৎসব ঘটিয়ে ফেলে সেখানে স হনশীলতা কথাটা হাস্যকর। কারন সবাই নিজের মধ্যে একজন খুনী, একজন ঘুষখোর একজন ধর্ষকের সত্বা লালন করে।
২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮
মদন বলেছেন: প্রতিটি কথার সাথে একমত
৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২১
রাহুল বলেছেন: নেক্সট টাইম বিএমপি এলে এটারো ডাবল হইতো .।রেসিও অনুযা্য়ি এটা বাড়বেই কখনো কমবেনা যেই ক্ষমতা্য় আসুক।
৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪
খাটাস বলেছেন: রাহুল বলেছেন: নেক্সট টাইম বিএমপি এলে এটারো ডাবল হইতো .।রেসিও অনুযা্য়ি এটা বাড়বেই কখনো কমবেনা যেই ক্ষমতা্য় আসুক।
৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৬
রাঙ্গা রিয়েল.... বলেছেন: দুই দলই।কোনটাই কম নয়
৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২২
ঢাকাবাসী বলেছেন: দুনুটাই চুর, নাহ ডাকাইত। এরা পুকুর চুরি বোঝেনা সমুদ্র চুরি করে!
২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০০
মদন বলেছেন: সমুদ্রের বড় কিছু নাই???
৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪
েফরারী এই মনটা আমার বলেছেন: আজকে আমাদের ভাবার সময় হয়েছে কে আমাদের আপন,কে পর। কে আমাদের শুভাকাঙ্খী , কে নয়। কে বন্ধু, কে বন্ধু বেশে শত্রু।আমরা সকলেই জানি যে,
আমাদের দেশের কোন রাজনৈতিক দলের কোন নেতাই দেশ বা জনগনের জন্য রাজনীতি করে না, আদর্শে জন্য করে না ।সবাই নিজের জন্যেই রাজনীতি করে । বড়জোর নিজ পরিবারের জন্য ,দলের জন্য করে । সে বর্তমান প্রধানমণ্ত্রীই হোক আর বিরোধীদলীয় নেত্রীই হোক,এরশাদ সাহেবই হোক আর সাবেক প্রেসিডেন্ট বদরূদ্দোজা চৌধূরীই হোক। সে ৭১'রণান্গনে বীর যোদ্বা আবদুল কাদের সিদ্দীকিই হোক আর দেলোয়ার হোসেন সাইদীই (দেইল্ল্যা রাজাকার) হোক। সাকাচৌই হোক আর তেতুঁল হুজুর(যদিও এদের নামের সাথে হুজুর শব্দটি লেখা ঠিক নয )শফি সাহেবই হোক। এদের মধ্যে কেউ একত্তরের চেতনা ফেরী করে বন্ধু বেশে শত্রু প্রতিবেশী দাদাদের আশির্বাদের(!) জন্য দেশের স্বার্থ বিকিয়ে দেয়,কেউ বা জাতীয়তাবাদী চেতনা ফেরী করে বন্ধুবেশি শত্রু , বিশ্ব সন্ত্রাসী মার্কিন যুক্তরাস্ট্রের আস্থা অর্জনের জন্য সবকিছু করার অন্গীকার করে,কেউ ইসলাম রক্ষার দোহাই দিয়ে জণগনের জানমালের ক্ষতি করে বেড়ায় ইত্যাদি ইত্যাদি ।এরা সকলেই এক ও অভিন্ন আদর্শে (?) বিশ্বাসী। সেটা হলো দেশ ও জাতীর জন্য সর্ব্বোচ্চৌ ত্যগের কিছু গৎবাধাঁ বুলি আওড়াও , জণগন নামক একদল গাধাঁর সামনে একগাদা মিথ্যা আশ্বাসের মুলা ঝুলিয়ে ছলে বলে কৌশলে ক্ষমতায় যাও । তারই ফল আজকের এই জ্বালাও-পোড়াও রাজনীতি ।সুতারাং এখন সময় এসেছে আমাদের সাবধান হওয়ার। নয়তো আরো কঠিন পরিণতি আমাদের দিকে ধেয়ে আসছে। Click This Link
দুর্নীতি না থাকলে এদেশ বিশ্বের এক নম্বর ধনী দেশে পরিণত হতো[/sb
Click This Link
১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩
হাসিব০৭ বলেছেন: আওয়ামিলীগ টাকা কাটে প্রত্যক্ষভাবে যেমন শেয়ার বাজার এবং কুইক রেন্টাল আর বিএনপি কাটে পরোক্ষভাবে যেমন খাম্বা ইত্যাদি
২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০১
মদন বলেছেন: তাইলে ক্যান একজন আরেকজনের দূর্নীতি নিয়া কথা কয়?
১১| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৪
শাহরিয়ার খান রোজেন বলেছেন: জানি দুদলই দূর্নীতিবাজ, কিন্তু কে বেশি করে?
২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১২
মদন বলেছেন: একজন আরেকজনের রেকর্ড ভাংগে।
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০১
উদাসী স্বপ্ন বলেছেন: বাংলাদেশের পরিপ্রেক্ষিতে প্রতিটা নির্বাচিত সরকারই আগের নির্বাচিত সরকারের দুর্নীতির রেকর্ড ভেঙ্গেছে। এটা কি মিডিয়ার স্বাধীনতার কারনে নাকি ইনফ্লেশনের কারনে সেটাও একটা ব্যাপার।