![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভুটানের ২ জন
ইন্ডিয়ার ২ জন
দেশে হচ্ছে আন্তর্জাতিক নির্বাচন।
দশম সংসদ নির্বাচনও একটি নির্বাচন, তেলাপোকাও একটি পাখি।
২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২১
ভোরের সূর্য বলেছেন: দশম সংসদ নির্বাচনও একটি নির্বাচন,ইন্ডিয়াও একটি বিদেশ!!!!!!
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৮
~*~নির্ঘুম~*~ বলেছেন:
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৬
মোঃ আনারুল ইসলাম বলেছেন: আন্তর্জাতিক ভাবে পর্যবেক্ষক এসেছেন যেহুতু এটা আন্তর্জাতিক নির্বাচন
০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৮
মদন বলেছেন: জ্বী
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০৮
পাগলা বস বলেছেন: মিয়ানমারের অবৈধ অনেক অধিবাসী বাংলাদেশে থাকে । ওখান থেকে 2 জন ধরে নির্বাচন পর্যবেক্ষক হিসাবে নিয়োগ দিলেও তো পারতেন তাহলে মোট ৬ জন হত
৬| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১৬
েফরারী এই মনটা আমার বলেছেন: কবি বলেছেন,
পাগলের সুখ মনে মনে ,
রাইত হইলে তারা গুনে ।।
কবি উপরোক্ত কবিতায় একটি বিশেষ শ্রেনীর পাগলের বৈশিষ্ট্য বর্ননা করেছেন।
কি সেই বৈশিষ্ট্য?
এদের কথাবার্তা মোটামুটি স্বাভাবিকই থাকে।শুধু তারা কল্পনার জগতে বাস করে ,আর যা দেখে মুলতঃ সবই তার দাবী করে।ভাবটা এমন গোটা দুনিয়ারই বাদশাহ্ সে।রাস্তায় রাস্তায় ঘুরে বেরায়। রাস্তায় ছদ্মবেশে বেড়াছ্ছে প্রজাদের অবস্হা দেখার জন্যে। এ ভাবের জগতে থাকার কারনে সারাদিন সে খুব সুখে থাকে।ভাবতে থাকে রাতের বেলা সে তার রাজপ্রসাদে ফিরে যাবে।
কিন্তু যখন রাতের বেলা হয় তখন ফুটপাতে শুয়ে আকাশের তারা গুনে।
এই হইলো Mango peaple....। আমরা ৫ বছরে একবার কোন একটা মার্কায় সীল মারার সুযোগ পেয়ে ঐ পাগলের মতো নিজেকে দেশের মালিক মনে করি।বাকি ৫ বছর রাস্তায় রাস্তায় ঘুরি।
Click This Link
০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫০
মদন বলেছেন: মজার
৭| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৪
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: বিদেশী পর্যবেক্ষক না আসাতে আওয়ামি লীগের জন্য ভালই হয়েছে,কারন ভোট কেন্দ্রগুলোতে ভোটারহীন দৃশ্য তাদের দেখতে হল না।
০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৭
মদন বলেছেন: দেখলে অবশ্য তাদেরই ক্ষতি বেশি হতো, ভোটার ছাড়া নির্বাচন দেখে অনেকেই হার্ট এটাক করতো, আর রাতে বিটিভি এর সংবাদ শুনে মারা যেতো।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৪
খেয়া ঘাট বলেছেন: ভুটানের ২ জন
ইন্ডিয়ার ২ জন
দেশে হচ্ছে আন্তর্জাতিক নির্বাচন।