![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাগর-রুনীর চরিত্র ভালো না...
বিশ্বজিতের হামলাকারী কেউ ছাত্রলীগের না, হইলেও তারা অনুপ্রবেশকারী, না হইলেই তাদের বাপ, না হইলে তার বাপ না হইলে তার বাপ বিএনপি-জামায়াত করতো...
রানা প্লাজায় সব লোক আগেই সরিয়ে নেয়া হয়েছিলো, সেখানে তোমন লোক নাই(প্র:ম), বিরোধীদলের নাড়াচাড়ায় রানাপ্লাজা ধ্বসে পড়েছে...
অস্ত্রধারীরা সবাই ছাত্রলীগের নয়: প্রধানমন্ত্রী
শয়তানের অবসর নেবার সময় হয়ে গেছে। তার কাজ করে দেবার এখন লোকের অভাব নেই।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩১
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: ফাকা হচ্ছে সরকারী কোষাগার, নেই বিদেশী আর্থিক সাহায্য, হা-হুতাশ সরকারী কর্মকর্তা/কর্মচারীদের...................
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৮
মদন বলেছেন: ব্যাংকে পড়ে আছে অলস অর্থ, ব্যবসায়ীরা ইনভেস্টে যেতে সাহস পাচ্ছে না। সেই টাকা সরকারী লোনে শেষ হয়ে যাচ্ছে।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৫
ভিটামিন সি বলেছেন: আমার বাপজান স্কুল শিক্ষকতা (হাই স্কুল) থেকে অবসর নিয়েছেন ১৩ই ডিসেম্বর, ২০১২। এখন পর্যন্ত উনার কল্যাণ ট্রাষ্টের টাকাও হাতে পাননি। পেনশন তো দুরের কথা। সরকারের নাকি এই খাতে কোন বরাদ্ধ নাই। বরাদ্ধ যদি নাইবা থাকে, তাহলে কেন শিক্ষকদের এই প্রলোভন দেখানো হয়েছিলো? আমার মনে হয় না আব্বা জীবিত অবস্থায় এই টাকা পাবেন। আব্বার ইচ্ছা ছিলো পেনশনের টাকায় হজ্জ করবেন।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১১
মদন বলেছেন: টাকা খরচ হইতেছে গুলি আর গাড়ীর তেল কিনতে।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৮
এম এ কাশেম বলেছেন: গোয়েবলস ও যে লজ্জা পেলো ভাই
তবে উনাদের চোদ-বোধ নাই,
বলতেই আছে.............................
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৯
মদন বলেছেন: বলতেই থাকবে....
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৪
ঢাকাবাসী বলেছেন: টাকা দিয়ে ছা.লী দের পুষতে হবে আর বিম্মিপ শিবার মারতে মিসাইল কিনতে হবে!
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২২
ভোরের সূর্য বলেছেন: প্রধানমন্ত্রী আর কতদিন শাক দিয়ে মাছ ঢাকবে। রানা প্লাজার ধ্বংসের সময়ও প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেন যে রানা প্লাজার রানা যুবলীগের কেউ না অথচ সে ছিল সাভার যুব লীগের নেতা।
গতকালকেও বল্লেন যে হামলাকারীরা সবাই ছাত্রলীগের ছিল না।
তিনি কিভাবে এরকম ডাহা মিথ্যা কথা বলেন। কতদিন আর শাক দিয়ে মাছ ঢাকবেন উনি।
আচ্ছা ভাল কথা যে ওখানে সবাই আওয়ামীলীগের ছিল না কিন্তু যারা ছিল তারা যারাই হোক না কেন এখনো গ্রেফতার করা হল না কেন? কেনই বা তাদের নাম পর্যন্ত অগিযোগপত্রে নাই?
এখন নতুন একটা ট্রেন্ড হয়েছে যে কেউ কোন সন্ত্রাসী কাজ করলে প্রথমে বলা হয় এসবের সাথে আওয়ামীলীগ জড়িত নয়, না হলে বলা হয় যে তারা ছাত্রলীগ বা আওয়ামীলীগের বহিষ্কৃত নেতা আর না হলে বলা হয় ছাত্র শিবির বা শিবির নামধারী সন্ত্রাসীরা এসব কাজ করেছে।
কিন্তু আমরা আম জনতা কি এত বোকা? আমারা কি কিছুই দেখিনা?কিছুই বুঝিনা?
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৮
মদন বলেছেন: স্বয়ং প্রধানমন্ত্রী যখন সন্ত্রাসীদের পক্ষে সাফাই গায় তখন জনগনের হতবাক হওয়া ছাড়া আর কি করার থাকে????
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: জাতীয় প্রধান যখন মিথ্যা বলেন- তখন শুধু শুধু নানা কমিশন আর মিথ্যা দূর্নীতি দমনের মিছে প্রয়াস কেন????
সব খুল্লাম খুল্লা করে দিলেই হয়!!!
জংগল আইনে যে টিকবে সেই থাকবে
এই সকল অনাচার থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন।।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০১
মদন বলেছেন: আমিন
৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১২
বেঈমান আমি. বলেছেন: উপায় নাইরে মদন আরো ৫ বছর লাগবে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫২
মদন বলেছেন: ৫ই কি আর ৫০০ই কি? সংবিধান রক্ষা করার জন্য যতবছর লাগে থাকবে
৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩২
বেঈমান আমি. বলেছেন: হোপ সো
১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৬
সচেতনহ্যাপী বলেছেন: সংবিধানের নামেই এতো রক্ত? মনে প্রশ্ন জাগছে সংবিধানের জন্য জনগন না জনগনের জন্য সংবিধান?
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যতক্ষণ চলে ততক্ষণ!