![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা নারীর যখন জন্ম হয়, ইসলাম বলে "যার ঘরে প্রথমে কন্যা সন্তান হয় সেইঘর বরকতময়"।
নারী যখন যুবতী হয়, ইসলাম ঘোষনা দেয় ''যে তার মেয়েকে সঠিকভাবে লালন পালন করে ভালপাত্র দেখে বিয়ে দেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।"
নারী যখন বিবাহিত, ইসলাম বলে "সেই পুরুষই সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম"।
নারী যখন সংসারী, ইসলাম বলে "স্ত্রীর দিকে দয়ার দৃষ্টিতে তাকানো সওয়াবের কাজ।এমনকি স্ত্রীকে আদর করে মূখে এক লোকমা খাবার তুলে দেয়াও"।
নারী যখন গর্ভবতী, ইসলাম বলে "গর্ভাবস্থায় যে নারী মারা যায় সে শহীদের মর্যাদাপায়"।
নারী যখন মা, ইসলাম বলে "মায়ের পদ তলে সন্তানের বেহেশত"।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৬
মদন বলেছেন: দ্রুত উত্তম হয়া যান
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১১
আরজু পনি বলেছেন:
নারী যখন বিবাহিত, ইসলাম বলে "সেই পুরুষই সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম"।
০৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৭
মদন বলেছেন: ঠিক
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৩
গোল্ডেন গ্লাইডার বলেছেন: নারী যখন যুবতী হয়, ইসলাম ঘোষনা দেয় ''যে তার মেয়েকে সঠিকভাবে লালন পালন করে ভালপাত্র দেখে বিয়ে দেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।"
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর পোষ্ট!
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৭
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
উভয় ফটো কমেন্টের বক্তব্য এক কি-না?
পোষ্টে +
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৭
বেলা শেষে বলেছেন: .....so much beautiful writing, good selection, good decoration, good perfect editing, most of them good "Hadith". Congratulation.!
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৭
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। সুন্দর পোস্ট। সেজন্য +++
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৮
মদন বলেছেন: আপনাকেও ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৭
রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: নারী যখন বিবাহিত, ইসলাম বলে "সেই পুরুষই সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম"। এই জন্যে আমি বিয়া কইরবার চাই আর স্ত্রীর কাছে উত্তম হইবার চাই!