![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এবার আন্দোলনের নামে নৈরাজ্য করা হলে প্রত্যেকের হাত-পা কেটে দেয়া হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
রোববার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে তেজগাঁ থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারী উচ্চারণ করেন।
শেখ সেলিম বলেন, আমরা পাঁচ বছরের জন্য ক্ষমতায় এসেছি। অতীতে নির্বাচন প্রতিহতের নামে বিএনপি অনেক ধংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে। এবার আন্দোলনের নামে নৈরাজ্য করা হলে প্রত্যেকের হাত-পা কেটে দেয়া হবে।
তিনি বলেন, উপজেলা নির্বাচনের পর আন্দোলনের হুমকি দিচ্ছে খালেদা জিয়া। আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও, মানুষ হত্যা, পেট্রল বোমা নিক্ষেপ- এগুলো করলে প্রত্যেকের হাত-পা কেটে দেয়া হবে।
শেখ সেলিম খালেদা জিয়াকে উদ্দেশে করে বলেন, এবার নির্বাচনে না এসে তো বিরোধীদলীয় নেত্রীর পদ হারিয়েছেন। আর আগামীবার নির্বাচনে না এলে বিএনপির চেয়ারপারসনের পদও থাকবে না। বিএনপি নামের কোনো সংগঠনের নাম-নিশানাও থাকবে না।
একটি লাশের বদলে দশটি লাশ চাই।
-- শেখ হাসিনা
লগি বৈঠা নিয়ে বিএনপি-জামায়াতের উপর ঝাঁপিয়ে পড়তে হবে।
-- শেখ হাসিনা
হরতালকারীদের বাড়িতে ঢুকে হত্যা করতে হবে।
-- আওয়ামী মন্ত্রী আব্দুল লতীফ সিদ্দিকী।
আমাকে দ্বায়িত্ব দিন বিরোধীদল নিঃশ্বেষ করে ফেলবো।
-- শামীম উসমান।
হু ইজ বিএনপি, বিএনপি উইল বি ডেমলিশড।
-- সমাজ কল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলী
খালেদা জিয়াকে গুলি করে মারবো।
-- আওয়ামী বন্ধু মইনুদ্দিন খান বাদল।
আর একটা কথা বললে তোর চোখ উপরিয়ে ফেলবো।
-- আওয়ামী মন্ত্রী শাহজাহান খান, বিএনপি নতা ব্যারিস্টার রফিককে উদ্দেশ্য করে।
এবং সর্বশেষ আজকে--
আন্দোলনের নামে যারা নাশকতা করবে, তাদের হাত-পা কেটে দেয়া হবে।
-- শেখ সেলিম।
জয়বাংলা
০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:০৬
মদন বলেছেন: জয়বাংলা
২| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৫
হাসিব০৭ বলেছেন:
০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৪
মদন বলেছেন:
৩| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:১২
এম এ কাশেম বলেছেন: শেখ সেলিমরা তো হাত পা আর গলা কাটার রাজনীতই করে।
এরাই আসল সন্ত্রাসী।
০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:৩২
মদন বলেছেন: আবার জিগায়....
৪| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:৫০
ম্যাংগো পিপল বলেছেন: এই মধ্যযুগীয় বর্বরদের শেষ কোথায় ?
৫| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ২:০৫
নতুন বলেছেন: আগে তো বলতাম যে এদের কেন জনগন ভোট দেয়.... এখন তো তাও বলা যায় না...
এরা তো ৫% ভোটে সরকার দখল করেছে... আর আমরা চাইয়া চাইয়া দেখতাছি...
০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৩৮
মদন বলেছেন: আমাগো কাজ তো দেখাই, এছাড়া আর কি করার আছে?? কিছু কইতে গেলেই উধাও হয়ে যাবেন।
৬| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ২:৩৫
শাহ আজিজ বলেছেন: জামাত কাটত হাত পায়ের রগ । আঃলিঃ র সেলিম পুরাই কাটব , কাহিনী সেম ,লগে এডিশন কিছু কাটলে নতুনত্ব আসত ।
০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৪
মদন বলেছেন: একমত।
জামায়াতের আইডিয়া চুরি করছে
৭| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ২:৪১
ভোরের সূর্য বলেছেন: যেখানে ১৫১ আসনে ভোট হয়নি আর বাকিগুলোতে ২০%-২৫% ভোট কাস্ট হয়েছে সেখানে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসার কথা বলা আহাম্মকি,বাগারম্বর এবং ডাহা মিথ্যা ছাড়া আর কিছুই না।
চাঁদাবাজি,হল দখল,টেন্ডারবাজি,নিজ গ্রুপে মারামারি,বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রছাত্রীদের উপর নির্যাতন এবং প্রকাশ্যে গোলাগুলি করে ছাত্রলীগ যে সন্ত্রাসী কাজ করছে তাদের হাত পা শেখ সেলিম কাটবেন কি?
৮| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৬
মাহাদি হাসান বলেছেন: প্রকাশ্যে হত্যার হুমকি দেবার কারনে বাংলাদেশে কোন আইন সক্রীয় হবার কোন সম্ভাবনা আছে কি? না হলে আইন নিজের গতিতে চলে বলার কি অর্থ থাকে তাহলে অথবা আইনের শাসন চলছে বলার কি যৌক্তিকতা থাকে।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
ওরে বাপরে বাপ................