![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিদ্যুতের দাম বাড়ানোর পায়তারা চলছে। নাটক পছন্দ আওয়ামীলীগের। ম্যাজিকের মতো বিদ্যুত সমস্যার সমাধান করতে গিয়ে কুইক রেন্টাল আমদানী করে বিদ্যুতের দাম কয়েকবার কুই্কলি বাড়ানো হয়েছিলো। আবারো দাম বাড়ানোর পায়তারা চলছে। এই দাম বাড়ানো ঠেকাতে হবে। তারেক কে কাতুকুতু দিয়েছে তাই হরতাল আর দেশের লোকের গলায় ফাস পরানো হলেও বিবৃতি দিয়ে খালাস হতে চাইলে রাস্তা মাপো বিরোধীদল।
০৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩
মদন বলেছেন: ১০০% একমত
২| ০৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২০
পরিবেশ বন্ধু বলেছেন: দাবি আদায় জনতার অধিকার
৩| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:১৯
হরিসূধন বলেছেন: আওয়ামীলীগ যা করে সব দেশের মঙলের জন্য করে। যার সাথে আওয়ামীলীগের কমিশন মঙল জড়িত। পদ্মা সেতুর কমিশন তো একা আবুল হোসেন খায় নাই! যার কারনে তিমি দেশপ্রেমিক খেতাব পেয়েছেন।
বিরুধীদল কে বিরুধীতার অধিকার দিতে আওয়ামীলীগ রাজি নয়। তাহলে কি করিতে হবে? এমন কি জাতীয় সম্পদ রক্ষা কমিটি কে জাতীয় পুলিশ রাস্তায় দাঁড়াতে দিচ্ছে না! মিড়িয়া প্রগতি চর্চা করছে জামাত শিবির কে নিয়ে! দেশের স্বার্থ মিড়িয়া কেন দেখবে। ওহ হা মিড়িয়া তো ব্যবসা করে। সেটা কিন্তু মানুষ বুঝে না। গ্রেট গেম! পালাবে কোথায়?
০৭ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৪৫
মদন বলেছেন: পালাবে কোথায়????
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: দেশের লোকের গলায় ফাস পরানো হলেও বিবৃতি দিয়ে খালাস হতে চাইলে রাস্তা মাপো বিরোধীদল।
চাই সক্রিয় শক্ত দেশপ্রেমিক আন্দোলন!
বিদেশ মূখীতা ছাড়
জনগনের চেহারা পড়!!!