![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা: ইমরান এইচ সরকার দেশের মাদ্রসাগুলোকে সন্ত্রাসের আখড়া হিসেবে অভিহিত করেছেন।
শনিবার সেক্টর কমান্ডার্স ফোরামের জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।
ইমরান বলেন, মাদ্রাসাগুলো সন্ত্রাসের আখড়া হলেও আরবি বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয় করার ঘোষনা দিয়ে সরকার সন্ত্রাসকেই উৎসাহিত করছে।জামায়াত-শিবিরকে নিষিদ্ধ না করায়ও উদ্বেগ জানান তিনি।
১০ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৩
মদন বলেছেন: ১০০% সত্য
সেঞ্চুরিয়ান মানিক ছিলো জাহাঙ্গীরনগর আলিয়া মাদ্রাসার ছাত্র
চাপাতিলীগের কর্মীগন ছিলেন ঢাকা কওমী মাদ্রাসার ছাত্র
শামীম ওসমান মাদ্রাসা লাইনে ফাজিল পাশ
২| ১০ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৩
মোমেরমানুষ৭১ বলেছেন: পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়........
১০ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৭
মদন বলেছেন:
৩| ১০ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৯
হানিফ চৌধুরী বলেছেন: আসলেই তো আমাদের দেশে একটা ইসলামি বিশ্ববিদ্যালয় থাকা উচিত !!
১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৪১
মদন বলেছেন: কুষ্টিয়ায় তো আছে।
৪| ১০ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫০
পরের তরে বলেছেন: আসলেই ডা. এইচ একটা ফাউল। সে মরলে তো ঐ মাদ্রাসা পড়নেওয়ালা কোন ইমাম-ই তার জানাযা পড়াবে। তাইলে এর রকম মদন মার্কা উক্তি করার দরকারটা কি?
৫| ১০ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৭
এম এ কাশেম বলেছেন: এই হালা কোন মাদ্রাসায় পড়ে গাঁজা খাওয়া শিখছে?
৬| ১০ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০৫
জাহিদ ২০১০ বলেছেন: ইমরান ছাগলটার জানাযা পড়াইবো মাওলানা মুফতি দেশবরেন্য মাইক ফাটানি ওয়ালী লাকী আক্তার, অবশ্য সেখানে কোন নামায পড়ানো হইব না। লাকি মাইক হাতে ওম নম নম করতে থাকব।
৭| ১০ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১৭
ভোরের শিশির । বলেছেন: ছাগলের ৩ নাম্বার বাচ্চা কিন্তু কিছু না বুইঝাই লাফায় ।
৮| ১০ ই মার্চ, ২০১৪ দুপুর ১:২৯
লাল সবুেজ বলেছেন: It's try for headline only!
৯| ১০ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৯
খাটাস বলেছেন: আজ গন জাগরন মঞ্চের মুকপাত্রু ইম্রান এটা কইলেন, কাল ওটা কইলেন, কথুর কর্মসূচির ঘুসুনা দিলেন- শুনতে মজাই লাগে। মনে হয় বাংলাদেশের একমাত্র চিন্তা তার, আর সবাই ঘাস কাটে। উনি মনে হয় অঙ্কে কাচা, তাই ডাক্তার হইছেন। কারন রাজাকার নিয়া আবেগে
র জ্বালানি কমে গেছে, কারন জামাত ঠাসি খাইয়া চুপ হইয়া গেছে। ইম্রান হিন্দু দের ওপর হামলা, আমেরিকান এপারেলে দেশী নারীর বক্ষ উম্মচন এসব হট টপিক নিয়ে কথা বললে মনে হয়, আবার জাতির লোম খারাইয়া দিত।
আজিব ক্যারেক্টার ইম্রান, কে যে বানাইছে, আল্লাহ জানে।
তবে ইম্রানের কথার প্রসঙ্গে একটা ব্যাপার আমি মানি, আমাদের দেশের মাদ্রাসা গুলো কুসংস্কারের ও ভুল শিক্ষার আখরা। যারা ইসলাম শিক্ষা দেয়, তারা নিজেরাই কত টুকু ইসলাম জানে সন্দেহের বিষয়, তাই ছাত্ররা কি শিখবে - তা বলা মুস্কিল।
১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৯
মদন বলেছেন: সমস্যা কোথায় নাই?
এসএসসি, এইচএসসি দুই পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া স্টুডেন্টসরা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পাশ মার্ক তুলতেই পারে নাই এমন সংখ্যা নাকি ৮০% এর উপরে। কিছুদিন আগে প্রথম আলোতে এমন একটি রিপোর্ট পড়লাম।
মাদ্রাসা থেকে ঢাবিতে ভর্তি পরীক্ষায় প্রথম/ভালো অবস্থানে ছিলো এমন রেকর্ডও পত্রিকায় দেখেছি বলে মনে পড়ে।
ইংলিশ মিডিয়ামের হালচাল কি তা ঐশীকে দেখে কিছুটা আচ করা যায়।
কাজেই যার যার অবস্থানে কিছু পরীবর্তন আনলেই হবে। ঢালাও দোষারোপের অধিকারী কেউই নয়।
১০| ১০ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১২
সীমাহীন ভালবাসা বলেছেন: ইমরান বাবাজি মনে হয় না জীবনে আলিফ,বা পড়ছে,, ! তবে মাদ্রাসার কাছ দিয়ে ডে হেটে গিয়েছে সে কোন দিন ও ভুল করে এসব কথা বলবে না,, আজ পর্যন্ত বোন মাদ্রাসায় কোন রেব কারার ঘটনা ঘঠেনি,মাদ্রাসার ছেলেদের চাদাবাজির খবর প্রচারিত হয় নি যদি ও হলুদ মিডিয়া বসেই থাকে মাদ্রাসার আলেম ওলামা দের পাত দেওয়া নিয়ে ও হেডলাইন দেবার জন্য,,,
১১| ১০ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১৬
পুংটা বলেছেন: এবং বাংলাদেশে গে কালচারের প্রধান ধারক এবং বাহক।
১২| ১০ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫৬
সাইবার অভিযত্রী বলেছেন: পুংটরাই সকল পুংটামী, মন্দ কাজ, গে কালচার, এসবের ধারক এবং বাহক !
ছবি তে দেখা যাচ্ছে উনি রেডী হয়েই আছেন!
১৩| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৩
পুংটা বলেছেন: ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড
১৪| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২৬
আল ইফরান বলেছেন: পুংটা বলেছেন: এবং বাংলাদেশে গে কালচারের প্রধান ধারক এবং বাহক।
তর মাথায় আসলেই মাল নাই আছে খালি শুকনা ম*।
রুপবান ম্যাগাজিন কি মাদ্রাসার পোলাপাইনে বাইর করছিলো ? ? ?
আর মাদ্রাসার পোলাপাইনের ব্যাপারে এত চুলকানি যদি থাকে তাইলে ওয়েলফেয়ার মডেল ফলো কইরা পারলে এই গরীব পোলাপাইনের থাকা-খাওয়া আর পড়াশুনার ব্যবস্থা কর, কীবোর্ডের বা* না ছিড়া কাজের কাজ কিছু কইরা দেখা।
@লেখক , এই মাদারি ইম্রানের ব্যাপারে কিছু বললাম না। এই শাহফাকি জারজটারে ধইরা অনেক দিন আগেই ক্রসফায়ারে দিয়া দেয়া দরকার ছিলো।
১৫| ১০ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আর কত মুখোশের আড়ালে থাকপে!!!
এতক্ষনে হেফাজতিদের দাবীর পরমান দিলেন তিনি!
মূলত মাদ্রাসা তথা ইসলাম বিরোধীতায়ই তারা অগ্রগন্য!!!
রামপাল, ট্রানজিট, বিদ্যুতের মূল্যবৃদ্ধি সহ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হানিকর টিকফা সহ কত কিছূই হল- না তিনারা বাংলা পরীক্ষাই শেষ করতে পারেন নাই!!!!!!
কিন্তু হুজুরেরা থুক্কু দাদারা বইললেই হল- সব ফেলায়া ইসলামের বিরুদ্ধে চিক্কুর মারতে আর কোন সাবজেক্টের ক্লেশ থাকে না!!!! যত্ত সব ভন্ডের দল!!!
১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১১
মদন বলেছেন:
১৬| ১০ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
সাইবার েজান বলেছেন: ডা: ইমরান এইচ সরকার এর আসল চেহারা ফুটে উঠেছে
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩১
হেডস্যার বলেছেন:
ঘটনা কি সত্যি?