নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

দেশে এক সেকেন্ডও লোডশেডিং নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩২

বর্তমানে দেশে এক সেকেন্ডও লোডশেডিং নেই বলে দাবি করেছেন বিদ্যুত্ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২৪ ঘণ্টায় এখন এক সেকেন্ডও লোডশেডিং হয় না।





Click This Link



মানসিকভাবে অসুস্থ কে? মন্ত্রী নাকি আমি :(

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৩

শাহ আজিজ বলেছেন: এই আবাল লোড শেডিং বোঝে নাই । ওরে জিগান "ঐ , কারেন্ট আছে? কইব - নাই , সারাদিন নাই"

১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫০

মদন বলেছেন: অসাধারন বলেছেন...

২| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম! মন্ত্রী বলে কতা! হীরক রাজার দেশ! থুক্কু শেখ হাসিনার দেশ! যে যাই বলে জ্বি হুজুর কতি হবি!

নইলে জেম্বি বানায়া ক্রশে দিলে কি হপে বলুন দিকি!!!

==

আর ৫ টাকার মাল জনগণের কুইক পকেট কেটে ১০০০ ভাগ চুরি করে, ৫০০টাকায় দিয়ে- আবার করে বাহাদুরি!!!!!

বলি জ্ঞান বুদ্ধিতো নাইই!! লাজ শরও নাই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৬

মদন বলেছেন: মানুষ কি পরিমান নির্লজ্জ হতে পারে???????

৩| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৯

আদম_ বলেছেন: উনি আসলে উনার বাসার কথা বলতে চেয়েছেন।
আর আপনারাও যে কিনা........কাজ কাম নাই আপনাগো.....।

৪| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫১

ভোরের সূর্য বলেছেন: মানষিকভাবে অসুস্থ আমরাই কেননা বার বার এদের কাছে নিগৃহীত হওয়ার পরেও আমরা এদের মতন রাজনীতিবিদ দের বার বার ভোট দিয়ে জিতিয়ে আনি।

৫| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৮

বেলা শেষে বলেছেন: Hey brother, you have a super post!

৬| ১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১০

সুজাহায়দার বলেছেন: ভোরের সূর্য ভাই, তেনিদের ভোট দিয়ে জিতিয়ে আনার দরকার নেই, তেনারা এত বেশী জনপ্রিয় যে বিনা প্রতিদ্ধদিতে নির্বাচিত হয়ে যায়, :(

৭| ১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

নীল ভোমরা বলেছেন:
লোডশেডিং আর বিদ্যুৎ বিভ্রাট এক জিনিস নয়। লোডশেডিং ছাড়াও বিভিন্ন কারনে আপনার বাসায় বিদ্যুৎ চলে যেতে পারে.... কিন্তু সকল বিদ্যুৎ বিভ্রাট-কেই আমরা লোডশেডিং ভাবি।

লোডশেডিং আছে কি নেই...সেটা মূল বিবেচ্য বিষয় নয়....গ্রাহক প্রান্তে কতটা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পৌছে দেওয়া সম্ভব হচ্ছে সেটাই গ্রাহকের কাছে মূল বিবেচ্য। বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে সেই কাজের কাজটি করে দেখাতে হবে।

৮| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:২৯

এম আর ইকবাল বলেছেন:
বুঝতে ভুল করেছেন
লোডশেডিং নাই ।
তবে বিদ্যুৎ বিভ্রাট আছে ।
যা আপনার আমার এলাকার সমস্যা ।
বেশি বোঝেন বলে আম জনতার কাতারে ।

৯| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৬

জাহাঙ্গীর জান বলেছেন: বিদ্যুত্ প্রতি মন্ত্রী হয়তো উনার বাসার লোডশেডিং নেই সেটাই বলতে চাইছেন । হয়তো আমরা ভুল শুনেছি ১০০%না জেনে সংসদে এই ধরনের মন্তব্য অনউচিত ।

১০| ১২ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২৩

সীমাহীন ভালবাসা বলেছেন: হারাম জাদারে কেউ থাপ্রাইতে মুনচাইতাছে

১২ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৫

মদন বলেছেন: এভাবে বলে না ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.