নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

বিশ্বব্যাংক থেকে মাগনা ঋণ নেই না: জয়

১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘আমরা কি করব সেটা বড় কথা। বিশ্বব্যাংকের অভ্যাস টাকা দিয়ে শর্ত জুড়ে দেওয়া। বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। আমরাও ফকিরের দেশ না। বিশ্বব্যাংকের কাছ থেকে আমরা মাগনা ঋণ নেই না। শোধ করি। আমরা যা চাই সেটাই করব।’

আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে এক মতবিনিময় সভায় গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত হাইটেক পার্কে বিশ্বব্যাংকের অর্থায়ন প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয় এই মন্তব্য করেন।



Click This Link





ঠিক তাই তো। বিশ্বব্যাংকরে আমরা কেয়ার করি না, আমরা নিজেরাই বিশ্বব্যাংক দিবো।



কোন বেয়াদব যে "আংগুর ফল টক" কথাটা আবিষ্কার করেছিলো ;)

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আয় হায় করছেন কি????

সব্য যুবরাজ, প্রধানমনাত্রীর উপধেষ্টা নিয়ে কথা!!!

তায় আবার ডিজিটাল লুটপাটের মহা নায়ক!!! এক দূর্নতির কথা প্রমাণ সহ ছাপতেই পত্রিকা বন! সম্পাদক গ্রেফতার-- ভ্যাস বাকী সবাই একন জ্বি হুজুরীতে ব্যাস্ত!!

কারণ তারাতো আগের যুবরাজের মতো ভোদাই না! তাদের ১০ বছর প্রপাগান্ডার পর আদালতে বেকসুর খালাস পেয়েও অপবাদ সইলো দুই যুগের উপরে!!! আগের জন চোর হলে তিনি আজ মহা ডাকাত বটে!!!!!

মিডিয়াতো বারবণিতার মতো, ক্ষমতার রক্ষিতার মতো আচরন করছে!

আগে স্বপ্নে দেখে রিপুট ছাপতো- আর এখন প্রমান দেখেও আকাশের তারা গোনে!!!!!




১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৬

মদন বলেছেন: আগে স্বপ্নে দেখে রিপুট ছাপতো- আর এখন প্রমান দেখেও আকাশের তারা গোনে!!!!!




++++++++++++++++++++++++++

২| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৯:০৬

হাসিব০৭ বলেছেন: আমার কাছে তথ্য আছে B:-/ B:-/ B:-/ B:-/ B:-/

১১ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৬

মদন বলেছেন: :P

৩| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:২১

মেমননীয় বলেছেন: ১। বেকুব কাহাকে বলে? উহা কত প্রকার ও কি কি?
২। কে, কবে, কাহাকে মাগনা ঋণ দিয়েছে? উদাহরণ সহ বর্ণনা কর।

১১ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৬

মদন বলেছেন: ঝাতি উত্তর জানতে চায় :)

৪| ১২ ই মার্চ, ২০১৪ সকাল ৯:১৫

স্বপ্নসমুদ্র বলেছেন: উনি মনে হয় আরেকটা ব্যাংক খুলে ফেলছেন।

১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৫

মদন বলেছেন: অবৈধ ভিওআইপি এর কামাই তো খারাপ না। ৫ বছর ধরে একটানা ইনকাম। সুইস ব্যাংকের মতো জয়ব্যাংক চালু হইলেও অবাক হওনের কিছু নাই। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.