নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে যে ইসলামিক নাম গুলো না রাখাই ভালো

১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১৪

আব্দ শব্দযুক্ত সব নাম যেমন আব্দুল আজিজ, আবুদুর রহমান।



নাম গুলো সি:সন্দেহে অনেক ভালো। সমস্যা হলো আমরা যখন কাউকে ডাকি তখন আর বলি না আব্দুর রহমান, বলি রহমান ভাই বা রহমান সাহেব। অথচ এগুলি আল্লাহর গুনবাচক নাম।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২৬

দালাল০০৭০০৭ বলেছেন: বুঝলাম

২| ১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪২

খোমেনী বলেছেন: মানুষ হয়ে জন্ম নিয়ে আল্লাহ সাজতে চায়। আমার এক ছোট ভাই ফজলে রাব্বি নাম তাকে রাব্বি বলা হয়। রব মানে তো প্রভু। তখন সে অন্যকে রাব্বি বলতে নিশেধ করে।

৩| ১৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০১

শাহ আজিজ বলেছেন: এখন থেকে কেউ তার সন্তানের নাম লিন্ডা, অ্যালিস, রাম বা বেঞ্জামিন রাখতে পারবে না। এরমধ্যে রাম হিন্দুদের এক অবতারের নাম এবং বাইবেল অনুযায়ী বেঞ্জামিন (আরবিতে বেনইয়ামিন) হলো নবী জ্যাকবের (কোরআনে বর্ণিত ইয়াকুব) ছেলে।

এছাড়া তালিকায় আরো কিছু নাম আছে যেগুলো সৌদি রাজপরিবারের সঙ্গে সম্বন্ধযুক্ত বলে তা সাধারণের জন্য নিষিদ্ধ করা হয়েছে। যেমন- সুমু (রাজাদের মর্যাদাসূচক আখ্যাবিশেষ), মালিক (রাজা) এবং মালিকা (রাণী) ইত্যাদি।

ওই তালিকার আরো কিছু নিষিদ্ধ নাম হলো- মালাইকা (ফেরেশতা), আব্দুল আতি, আব্দুন নাসের, আব্দুল মুসলেহ, নারিস, ইয়ারা, লোল্যান্ড, তিলাজ, বারাহ, আব্দুন নবী, আব্দুর রাসূল, মামলাকা (রাজত্ব), তবারক, নারদিন, মালাইন, অ্যালাইন, ইনার, মালিকতিনা, জিব্রাইল, আব্দুল মইন, আবরার, ঈমান, বায়ান, বাসেল, উইরিলাম, নবীয়াহ, আমির, অ্যারাম, নারিজ, রিতাল, ল্যারিন, কিবরিয়া, লরেন ইত্যাদি।

৪| ১৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

শাহ আজিজ বলেছেন: এখন থেকে আরবি নাম পরিহার করুন । চীন, ভিয়েতনাম, থাই এর দিকে নজর দ্যান । এফিডেভিট কইরা ফালামু নাকি চিন্তা করতাসি । |-) /:)

৫| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: তবে কনতো দেখি ভাই মাওলানা সাবরা নামের আগে মাওলানা লেখে কেম্তে!!!!!

মাওলা মানেতো মালিক, আনা মানে আমি! :P

মাওলানা মানে তবে কি দাড়াইল ;)

১৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩৯

মদন বলেছেন: আল্লাহ মালুম :(

৬| ১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৬

মুদ্‌দাকির বলেছেন: হুম ডাকার সময় খেয়াল করা উচিৎ

১৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৭

মদন বলেছেন: কথা ঠিক কিন্তু হয়ে উঠে না।

যেমন আমাদের গ্রামের এক দাদার নাম আব্দুর রহমান। তাকে আমরা রহমান দাদা হিসেবেই জানি। সমবয়সীরা তাকে রহমান বা রহমান ভাই, কেউ রহমান চাচা ইত্যাদি বলে ডাকে। একজনও কিন্তু আব্দুর রহমান বলে না। আর আমরা বড় নামে কাউকে ডাকতেও অভ্যস্ত নই। কাজেই নাম রাখার সময়েই এই বিষয়গুলো খেয়াল ভালো বলে আমি মনে করি।

৭| ১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সহমত...

২০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:০৫

মদন বলেছেন: ধন্যবাদ

৮| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫৪

রাসেলহাসান বলেছেন: সঠিক জানিনা!

৯| ২০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৩

একজন ঘূণপোকা বলেছেন: |-) |-) |-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.