নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

শান্তিতে দুটি নোবেল পুরুস্কার নিশ্চিত বাংলাদেশের

২৩ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

একটি পাবেন ইলেকশন কমিশন, শান্তিপূর্ন একটি নির্বাচন উপহার দেবার জন্য।

আরেকটি পাবেন মাননীয় প্রধানমন্ত্রী, শান্তিপ্রিয় ইলেকশন কমিশন উপহার দেবার জন্য।





জয়বাংলা।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২০

বিডি আমিনুর বলেছেন: জয়বাংলা।

২| ২৩ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ‘প্রশাসনের সহযোগিতায় কেন্দ্র দখলের মহোৎসব’

সাতকানিয়ায় ব্যালট বাক্স ছিনতাই

নির্বাচন কর্মকর্তাকে এবার পেটালেন এএসআই

চার জেলার ১৮ কেন্দ্রে ভোট স্থগিত

নির্বাচনী সহিংসতায় নিহত ৩

ভোট দিলে আঙুল কাটার হুমকি আ.লীগ প্রার্থীর !!!!

মানুষ এখন ভোট দিতে পারছে: প্রধানমন্ত্রী

------------

নোবেল না দিলে নোবেল কমিটি রাজাকার! :( :-/ :P X((

২৩ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

মদন বলেছেন: এখনি নোবেল কমিটিকে রাজাকার বলা যাচ্ছে না, আমাদেরকে আর কয়েকদিন অপেক্ষা করতে হবে। পরবর্তী নোবেলের ঘোষনা আসা পর্যন্ত ধৈর্য্য ধরুন।

বাংলাদেশের বিদ্যুতের কুইক রেন্টালের মতো কুইক নোবেলের কোনো সিস্টেম আছে কিনা আমার জানা নেই, থাকলে সেই ক্যাটেগরীতে দ্রুত নোবেল দেবার জন্য সবিনয় অনুরোধ নয়, জোর দাবী জানাচ্ছি। না হলে ছাত্রলীগের কর্মীরা মন খারাপ করে নোবেল কমিটির দুইএকজনকে চিরতরে ওপারে পাঠিয়ে দিলে তার দায়ভার কেউ নিবে না।

জয়বাংলা।

৩| ২৩ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

বেলা শেষে বলেছেন: শান্তিতে দুটি নোবেল পুরুস্কার নিশ্চিত

৪| ২৩ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

মদন বলেছেন: দু:খিত, নোবেল পাবে তিনজন।
আরেকজনের নাম বাদ গেছে। তিনি হলেন এইচ টি ইমাম।


আগের তিনটির চেয়ে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: এইচ টি ইমাম
Click This Link

৫| ২৩ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

উদাস কিশোর বলেছেন: সবই BAL এর কৃতীত্ব . . .
জাতীর পিতার স্বপ্ন ছিলো . . . .

২৪ শে মার্চ, ২০১৪ রাত ১২:০৪

মদন বলেছেন: ইদানিং পিতার স্বপ্নের কথা তেমন শোনা যায় না। তার স্বপনের স্টক মনে হয় শেষ :(

৬| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ৮:২০

হাসিব০৭ বলেছেন: জয় বাংলা মুজিবের জা=====র====জ বাচ্চাদের সামলা

৭| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ৮:৪২

পদ্মা_েমঘনা বলেছেন: ঝাকুনী তত্ত্বের প্রবক্তা মাননীয় মখা-কে দায়িত্ব দেয়ার জোর দাবী জানাচ্ছি! গতবার ১৩টা ডক্টরেট আমরা জোগার করেছি এবার ১টা নুবেল জোগার করা আর এমন কি কঠিন কাজ ;)

৮| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ১০:০৪

ঢাকাবাসী বলেছেন: নুবেল তো ওনারা পেয়েই গেসেন খালি কমিটি ষড়যন্ত্র করে হস্তান্তর করেনি। এতে মনে হয় বিম্পি জানতার হাত আসে!

৯| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১২:১০

উদাস কিশোর বলেছেন: স্বপ্ন গুলো এখন দোষ হয়ে গেছে তো !
তাই স্বপ্নদোষের কথা আর কেউ মুখ ফুটে বলে না বোধ হয় ;) :P

২৪ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৮

মদন বলেছেন: :P :P :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.