![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপজেলা নির্বাচন দ্বারা এটি প্রতিষ্ঠিত সত্য যে আওয়ামীলীগের অধীনে নির্বাচন মানেই শান্তিপূর্ন এবং সুষ্ঠ নির্বাচন। (প্রমানিত সত্য)
আওয়ামীলীগের অধীনে নির্বাচন মানেই জনগনের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হওয়া। (প্রমানিত সত্য)
আওয়ামীলীগের অধীনে নির্বাচন মানেই ... । (প্রমানিত সত্য)
কাজেই এটি দিবালোকের মতো সুস্পষ্ট যে বিএনপি আওয়ামীলীগের অধীনে জাতিয় সংসদ নির্বাচনে না গিয়ে চরম চরম চরম ভুল করেছে।
জয়বাংলা।
২| ২৪ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৯
মদন বলেছেন: প্রথম আলো কত রাখ ঢাক কইরা খবর ছাপে সেই প্রথম আলো হেড লাইন করছে কেন্দ্র দখলের নির্বিঘ্ন উৎসব
জাল ভোট, খুন, কেন্দ্র দখল, অগ্রীম ভোট সহ হেন অপকর্ম নাই যা আওয়ামীলীগ করে নাই। শুধু স্বৈরাচার তকমা এদের জন্য প্রযোজ্য নয়। আরো ডিজিটালীয় তকমা প্রয়োজন।
৩| ২৪ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
নষ্ট ছেলে বলেছেন: এটা ডিজিটাল নির্বাচন। কষ্ট করে কেন্দ্রে যাওয়া লাগে না। বাড়িতে থাকা অবস্থায়ই ভোট দেওয়া হয়ে যায়।
২৪ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৪
মদন বলেছেন: পুরাই ডিজিটাল। একদম অটোমেডেট সিস্টেম।
৪| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৮:২১
ঢাকাবাসী বলেছেন: ৫% ভোট দিলেও মিনিটে ৬০- ৭০ টা ভোট পড়ে। এর নাম আম্লীঘ। তখন বিম্পী ইলেকশন করলে সাপা অয়া যাইত।
৫| ৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১৯
হতাশ নািবক বলেছেন: @ ঢাকাবাসী: ৫% ভোট দিলেও মিনিটে ৬০- ৭০ টা ভোট পড়ে। এর নাম আম্লীঘ। তখন বিম্পী ইলেকশন করলে সাপা অয়া যাইত।
এহন অবশ্য বিম্পী মেন্টাল রোগী হইয়া জিয়ারে নিয়া আবোল তাবোল বকতাছে।
ভালো তো, ভাল না।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার কান্ধে কেডায় বন্দুক রাখছে কন!!!!!!!!
===
আওয়ামীলিগ মধ্যরাতে ভোটডাকাতি করেই প্রমাণ করেছে- বিএনপি নির্বাচনে না এসে সঠিক কাজটি করেছে।
সামান্য উপজেলা চেয়ারম্যান পদেই যাদের জনগন চাইছে না-তারাযে জাথী নির্বাচনে গণপ্রত্যাখাত হত-তারা সবচে ভাল জানে- জানে বরেই গণতন্ত্রকে হত্য করে ১৫৪ সিট বিনা নির্বাচনে নিয়ে নিয়েছে।
মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করে তারা জনমতকে স্তব্ধ করে দিতে চাইছে।
তাই আজ ভোটের নামে চলে ব্যালট লুটের উৎসব!
একজনে দেয়া ৪০০ ভোট!
অরাজকতার আরেক নাম উপজেলার নির্বাচনের ৪র্থ ধাপ!!!!