নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

জয়বাংলার সরকার, বারবার দরকার

২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৫

✘ শুধু সেতু নয়। পর্যায়ক্রমে জেলা, আঞ্চলিক ও জাতীয় মহাসড়ককে টোলের আওতায় আনা হবে। এই টোলের হার হবে সর্বনিম্ন পাঁচ টাকা এবং সর্বোচ্চ এক হাজার টাকা। গতকাল মন্ত্রিপরিষদের বৈঠকে এ বিধান রেখে ‘টোল নীতিমালা ২০১৪’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।



✘ ভারতের কলকাতা থেকে ত্রিপুরা যাচ্ছে একটি ট্রাক তার নাম্বার (কলকাতা ০০০৪২০) আর তার ড্রাইভারের নাম নরেন্দ্র মোধি ট্রাকটিকে যেতে হবে বাংলাদেশের উপর দিয়ে!আর বাংলাদেশের কোন মানুষ জানতেও পারবেনা সেই ট্রাকে কি আছে ...আর সব চাইতে মজার ব্যাপার হল বাংলাদেশের বুক চিরে ট্রাকটি ভারতের এক প্রদেশ থেকে অন্য প্রদেশে ভ্রমন করলেও তার জন্যে এক পয়সা বা এক রূপি ও খরচ করতে হবে না!!!







এবার এর উল্টোপিঠ দেখুন:



খুলনা থেকে ঢাকা যাচ্ছে একজন এক্সিডেন্ট করা রোগী নিয়ে একটি মাইক্রো বাস,কিন্তু পথিমধ্যে তাদের চলন্ত গাড়ি থামিয়ে দেয়া হল।কারন রাস্তায় চলতে হলে বাংলাদেশীদেরকে এখন ট্যাক্স দিতে হবে,ট্যাক্স দেয়া ছাড়া এক চাকা আগে বাড়া যাবে না।কারন এটিই আইন।আর এই আইন সামান্য সাইকেলের জন্যে ও প্রযোজ্য!!!



মানে...আমার রক্তের টাকায় তৈরি করা রাস্তায় চলতে আমাকে টাকা দিতে হবে কিন্তু আমার প্রভু দেশ ভারত চলবে বিনে পয়সায়...।



✘আওয়ামী লুটপাটে দেউলিয়া হয়ে পড়া অর্থনীতির চাপ এবার প্রত্যক্ষভাবেই নাগরিকদের উপর আসছে। এটা সবেমাত্র শুরু। বাংলাদেশ তো বাংলাদেশ,আঞ্চলিক সড়ক ব্যবহারের জন্য আলাদা টোল আদায়ের এই অবিশ্বাস্য শোষন আফ্রিকার কোন একনায়ক শাসিত দেশেও কল্পনা করা যায় না। যেখানে দেশের প্রত্যেকটা জনগণ সকল ক্ষেত্রে ভ্যাটের মাধ্যমে ট্যাক্সের আওতায় আছে, সেখানে রাস্তায় চলাচলের জন্য টোল আদায় অকল্পনীয় এক শোষণ।



দেশটা কোন দিকে এগুছ্ছে তা নাকি কেউ জানে না। এ বুঝি তারই নমুনা মাত্র।।





[collected]

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৮

ঢাকাবাসী বলেছেন: সামনে ভয়াবহ দিন!

২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:০২

মদন বলেছেন: জয়বাংলায় যোগ দিন।

২| ২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:০৪

নতুন বলেছেন: মদনের মতন প্রশ্ন করেন কেন ভাই.... আপনিতো দেশের উন্নতি চান না...

দেশের সবাই উন্নতি চায় বইলাইতো সবাই চুপ আছে....

আমিও দিন দিন মাননীয় স্পিকার হইয়া যাইতেছি... এই সব খবরে..

২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৯

মদন বলেছেন: বোবার শত্রু নাই

৩| ২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:০৫

মুদ্‌দাকির বলেছেন: ভালোই তো ভালো না !!

২৬ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৮

মদন বলেছেন: অবশ্যই ভালো...

৪| ২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৬

দালাল০০৭০০৭ বলেছেন: জয় বাংলা, জয় বাংলা এবং জয় বাংলা

২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৯

মদন বলেছেন: এবং জয়বাংলা

৫| ২৫ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

লুৎফুল ইসলাম বলেছেন: বলেন কি ভাই। বিছনায় ঘুমাই,টয়লেটে যাই,টেবিলে বইসা ভাত খাই আরও কত কাজ এগুলোর জন্য ও ট্যাক্স দেওনের জন্য তৈরী থাকতে হইব।না কি ভাই।বড়ই চিন্তার বিষয়।
আল্লাহ আমাগোরে মাফ কইরা দেও।

২৬ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৬

মদন বলেছেন: ফেবু ইউজে ট্যাক্স বসাইলে অনেক ইনকাম হইবো সরকারের।

৬| ২৫ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১১

নষ্ট ছেলে বলেছেন: "জয় বাংলা" স্লোগানটা সেকেলে হয়ে গেছে!
এখন বলা উচিত "জয় ডিজিটাল বাংলা" :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.