![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নরকের সকল দরজায় দারোয়ান আছে শুধু নেই বাঙ্গালী নরকের দরজায়। কারন কেউ নরক থেকে বের হতে চাইলে অপর বাঙ্গালীই নাকি তাকে টেনে ধরে রাখে নরকের ভেতরে।
সাম্প্রতিক সময়ে ড. ইউনুসের নোবেল কিংবা মুসা-মুহিত হিমালয় জয় সংক্রান্ত বিষয় তার উৎকৃষ্ট উদাহরন হয়ে থাকবে।
৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১৮
মদন বলেছেন: সে হিমালয়ে উঠছে কি উঠে নাই সে বিষয়ে পরে যাই, কিন্তু এই বিষয় নিয়ে মুহিতের হিমালয়ে শীর্ষে উঠার পরে আদালত পর্যন্ত যাওয়া। পেপার পত্রিকায় বিবৃতি ইত্যাদি বিষয় নিয়ে ঠেলাঠেলি ১০০% বাঙ্গালী স্বভাবের উদাহরন হয়েই থাকবে।
বাংলাদেশে বসে আর কে প্রমান করবে কে হিমালয়ে উঠেছিলো আর কে সিলেটের টিলায় উঠেছিলো।
২| ৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪২
মামুন রশিদ বলেছেন: হুম
৩০ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:২১
মদন বলেছেন: হুমমমম
৩| ৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৭
স্পেলবাইন্ডার বলেছেন: মুসা একটা ধাপ্পাবাজ! উদ্ধত, অহংকারী! সে ধরা খেলে ভালই লাগবে...
সাথে আনিসুল হক গংয়ের মুখেও কালি পড়বে....
৪| ৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৫১
পুংটা বলেছেন: যাই বলেন ভাই.... যুদ্ধাপরাধীদের বিচারের রায় ঘোষনার পর যেমন শান্তি পেয়েছিলাম, এই খবর শোনার পর ফিলিংসটা তেমনই ছিল। একজন বাটপার সামনে দিয়ে বুক ফুলায়ে ঘুরে বেড়াবে আর আমাদেরকে তাকে সালাম ঠুকতে হবে.... খুবই বিরক্ত হতাম। প্রাইমারী স্কুলের পাঠ্যক্রমে শিশুরা একজন বাটপারকে জাতীয় বীর হিসেবে পড়বে...?!
আশাকরি সরকার সঠিক তদন্ত করে মিছাকে বাংলার শ্রেষ্ঠ জাতীয় বাটপার উপাধিতে ভুষিত করবে। )
৫| ৩০ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৫১
ঢাকাবাসী বলেছেন: উপমাটা যুতসই হল না মনে হয়।
৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:৪৫
মদন বলেছেন: দুজনকে সমান পাল্লায় মাপিনি, উদাহরন হিসেবে লিখেছি। এরকম আরো অনেক বিষয় আছে যেগুলোতে কেমনে যেনো আমরা মুহুর্তেই দুইভাগে বিভক্ত হয়ে যাই।
মুসা এভারেস্টে উঠছে(যদি উঠেই থাকে), মুহিতও এভারেস্টে উঠছে(যদি উঠেই থাকে)
এতে আমাদের কারোরই ব্যক্তিগত লাভ নাই। বরং বিতর্কে আরো বিষয়টি নোংরা হচ্ছে। তবুও মূল সত্য বেরিয়ে আসুক। এটিই সবার কাম্য।
৬| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ৮:০৯
আমিনুর রহমান বলেছেন:
ডঃ ইউনুস আর মিছাকে এক পাল্লায় মাপাটা ঠিক হলো না ব্রাদার।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০৭
হতাশ নািবক বলেছেন: ডক্টর ইউনুস আর মুসা ইব্রাহিম দুজন কে একই পাল্লায মাপা কি ঠিক হল(?)।
ডক্টর ইউনুস এর স্বাক্ষি তো বিশ্বের সবাই,
কিন্তু মুসা ইব্রাহিম এর স্বাক্ষি তো, তার সঙ্গি শেরপা আর সাথে থাকা ক্যামেরার তোলা ছবি।