নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান সরকারকে অবাঞ্ছিত ঘোষণা

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১৫

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন মঞ্চের একাংশের নেতারা।



শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাদের পক্ষে এ ঘোষণা দেন এসএম শাহীন। তিনি নিজেকে গণজাগরণ মঞ্চের এক নেতা বলে দাবী করেন।



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এস এম শাহীন বলেন, ডা. ইমরান এইচ সরকার গণজাগরণ মঞ্চ আন্দোলনের সাময়িক মুখপাত্র নিযুক্ত হয়ে স্বেচ্ছাচারিতা ও আর্থিক অনিয়ম করেছেন। তিনি নেতৃত্ব দিতেও ব্যর্থ হয়েছেন। আন্দোলনের ফসলকে নিজ রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার ঘৃণিত অপচেষ্টা চালিয়েছেন তিনি। তাই তাকে গণজাগরণ মঞ্চ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হল।



তিনি আরো বলেন, ইমরান এইচ সরকার দেশি এবং প্রবাসী বাঙ্গালিদের কাছ থেকে কোটি কোটি টাকা সংগ্রহের মাধ্যমে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করেছে। এমতাবস্থায় গণজাগরণের চেতনাকে সমুন্নত রাখতে স্বেচ্ছাচারী এবং আর্থিক দুর্নীতিগ্রস্ত ইমরান এইচ সরকারকে গণজাগরণ মঞ্চ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হল।



সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- আবির ঘোষ, হাবিবুল্লাহ মেসবাহ, মোহাম্মদ বাবুল, এনামুল কবির স্বপন, কামরুজ্জামান, মুকুল, বুলবুল প্রমুখ।



সংবাদ সম্মেলনে উপস্থিত সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গণজাগরণ মঞ্চের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত।





http://www.newsevent24.com/?p=121790









জয়বাংলা



মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৫৩

এম এ কাশেম বলেছেন: ইয়াবাখোর ঐ শালার ফাঁসী চাই

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০৮

মদন বলেছেন: ওই মিয়া আপনে রাজাকার নাকি?
ডিজিটাল বঙ্গবন্ধুর ফাসি চান। আপনের সাহস কত???

২| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ২:১৩

মদন বলেছেন: বিষয়টি ঠিক বুঝতেছিনা :(

১. সরকারের প্রয়োজন ফুরিয়েছি?
২. অনেকদিন পরে লাইম লাইটে আসার প্রচেষ্টা?
৩. নতুন কূটচালের প্রস্তুতি?

কোন টি?

৩| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৩৪

*কুনোব্যাঙ* বলেছেন: ঐদিকে সরকার নাকি কারেন্টের সাপ্লাই নিয়া ইন্ডিয়ার সাথে চুক্তি করছে যে বাংলাদেশের উপর দিয়া ইন্ডিয়ার কারেন্টের লাইন যাইতে পারবো। বিবাগী বাউল এইটা নিয়া একটা পোষ্ট দিছে দেখলাম।

০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১২

মদন বলেছেন: ওহ তাইলে মেইন কাহিনী হইলো বড় একটা ইস্যু তৈরী করা আর তলে তলে দাদাদের সাথে একটা করে চুক্তি করা।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:০৪

িশপু মাস্তান বলেছেন: আপনারা যখন যা বলবেন তখন বাংলার সাধারন জনগন তাই মেনে নিবে। বাহ চমৎকার আপনাদের কর্মকান্ড ???

৫| ০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৭

সাইবার অভিযত্রী বলেছেন: ইমরানের উপরে গজব পড়ছে, হুজুররার বদদোয়া লাগছে ।

৬| ০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২০

নতুন বলেছেন: লেখক বলেছেন: ওহ তাইলে মেইন কাহিনী হইলো বড় একটা ইস্যু তৈরী করা আর তলে তলে দাদাদের সাথে একটা করে চুক্তি করা।


আমরাও জনগন নতুন ভ্যজাল পাইলেই বিজি হইয়া যাই.. তাই আমগো বিজি রাখনের নয়া কায়দা আরকি...

৭| ০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৪

মুদ্‌দাকির বলেছেন: "ডিজিটাল বঙ্গবন্ধুর ফাঁশি" =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৮| ০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৭

মুদ্‌দাকির বলেছেন: ডিজিটাল রাজাকাররা ডিজিটাল বঙ্গবন্ধুর ফাঁশি চায় , আমি হাসি থামাইতে পারতাসি না!!!!!!!!!! =p~ =p~ =p~ =p~ =p~

৯| ০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৮

ঢাকাবাসী বলেছেন: শুনলুম ই. সরকার নাকি কোটি পন্চাশেক নিয়ে কাটছে আর তাই দেখে আরো কিছু আসছে ই, সরকার হবার লাগি!

১০| ০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৬

মদন বলেছেন: এতোদিন জামায়াত-শিবির বলেছে জাগরনমঞ্চ করে ইমরান সরকার কোটি কোটি টাকা কামাই করেছে। এখন খোদ আওয়ামী বলছে। এতো দিন বিশ্বাস না করলেও চলতো, রাজাকারদের কথা কে বিশ্বাস করে। কিন্তু যখন নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা বলছে ইমরান সরকার টাকা লোপাট করেছে জাগরন মঞ্চের, তখন বিশ্বাস করতেই হচ্ছে।


ই তো ইমরান সরকার, তুই রাজাকার তুই রাজাকার।


জয়বাংলা।

১১| ০৬ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:৪৭

নতুন বলেছেন: এতো মজার মজার জুকস আমাদের দেশে হয় বইলাই বাংলাদেশের মানুষ সুখী মানুষের লিস্টির পয়লা কাতারে থাকে... B-)) B-))

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১:২৬

মদন বলেছেন: জোকসের ফ্যাক্টরী :)

১২| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১৯

নিশাত তাসনিম বলেছেন: অথচ এই ইমরান কে ব্লগে কেউ কিছু বললে তার আই ডি ব্যান করা হয়েছে । ছাগু ট্যাগ দেওয়া হয়েছে। এমন কি এই অনির্বাচিত সরকারের অধীনে জাতীয় পতাকা উঠানো আর নামানো হয়েছে।

আজ সেই চেতনাবাজরা কোথায় ?

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১:২৫

মদন বলেছেন: তাদের চেতনা পিযুষের বউ এর ভ্যানিটি ব্যাগে ঢুকছে তাই নিজ দেশের পতাকা কুত্তার গায়ে জড়াইলেও তাগো চেতনার সমস্যা নাই আবার ই্ন্ডিয়ান পতাকা গায়ে জড়িয়ে থাকলেও তাগো সমস্যা নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.