![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, বাঘের লেজ দিয়ে কান চুলকানো বন্ধ করুন। নয়ত বাঘের গর্জন সহ্য করতে পারবেন না। দেশ হিসেবে আমরা ছোট হতে পারি কিন্তু জাতি হিসেবে আমরা অনেক বড়। এদেশের মানুষ স্বাধীনচেতা। তারা কোনো দেশের আধিপত্য মেনে নেবে না। তাই আপনারা সময় থাকেতে সাবধান হোন। বেশী বাড়াবাড়ি করলে কলকাতাকে নিয়ে অখণ্ড বাংলাদেশ গড়ে তোলা হবে।
সোমবার জাতীয় প্রেস কাবের সামনে ‘আগ্রাসী ভারতের’ বাংলাদেশের এক তৃতীয়াংশ ভূখণ্ড দাবির ঐদ্ধত্যের প্রতিবাদে কালো পতাকা মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর যুব জাগপার সভাপতি জি এম আবদুল আজিজের সভাপতিত্বে এ সমাবেশে এনডিপির মহাসচিব আলমগীর মজুমদার. জাগপার সাধারন সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
ভারত সরকারের উদ্দেশ করে শফিউল আলম বলেন, শেখ মুজিবরের আত্মজীবনী বইয়ে লেখা আছে পূর্ব বাংলার টাকা দিয়ে ভারতের কলকাতা, আসাম গড়ে উঠেছে। তাই কলকাতার ওপর আমাদেরও দাবি আছে। বেশি বাড়াবাড়ি করলে কলকাতাকে নিয়ে অখণ্ড বাংলাদেশ গড়ে তোলা হবে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে শফিউল আলম বলেন, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চক্রান্ত থেকে সরে আসুন। বাংলাদেশের প্রতি আপনার মমতা না থাকলেও বাবার প্রতি তো মমতা আছে। কিন্তু ভারত আপনার বাবার স্মৃতি এদেশ থেকে চিরতরে মুছে দেবে। তখন আপনার পাশে আর আপনার বাবার ছবি থাকবে না। ওখানে মনমোহন সিং’এর ছবি ঝুলবে।
সম্প্রতি বিজেপির এক নেতার বাংলাদেশের অধিকাংশ মুসলমান ভারতে আশ্রয় নিয়েছে- তাদের পুনর্বাসনের জন্য বাংলাদেশের এক তৃতীয়াংশ ভূখণ্ডের দাবি করছি- ভারতের এমন আগ্রাসী বক্তব্যের তীব্র নিন্দা জানান তিনি।
২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩০
মদন বলেছেন: ধন্যবাদ
২| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১২
রাজহংসী বলেছেন: মদীনার ইহুদীদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহানুভবতা জানুন
২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৭
মদন বলেছেন: মন্তব্য করতে হলে পোষ্টের বিষয়ের সাথে প্রাসঙ্গিক মন্তব্য করাই ভালো।
৩| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৪
আসিফুর রহমান নাজিব বলেছেন: প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে শফিউল আলম বলেন, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চক্রান্ত থেকে সরে আসুন। বাংলাদেশের প্রতি আপনার মমতা না থাকলেও বাবার প্রতি তো মমতা আছে। কিন্তু ভারত আপনার বাবার স্মৃতি এদেশ থেকে চিরতরে মুছে দেবে। তখন আপনার পাশে আর আপনার বাবার ছবি থাকবে না। ওখানে মনমোহন সিং’এর ছবি ঝুলবে।
সম্প্রতি বিজেপির এক নেতার বাংলাদেশের অধিকাংশ মুসলমান ভারতে আশ্রয় নিয়েছে- তাদের পুনর্বাসনের জন্য বাংলাদেশের এক তৃতীয়াংশ ভূখণ্ডের দাবি করছি- ভারতের এমন আগ্রাসী বক্তব্যের তীব্র নিন্দা জানান তিনি ।
এই ব্যাপারে প্রধানমন্ত্রীর বক্তব্য কি ?
৪| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৪
আবদুল্লাহ আল জাফর মালেক বলেছেন: প্রধানদের সাথে বিজেপির যোগ আছে।
৫| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: মাওলানা ভাসানীকে এই জন্যই কোনঠাসা করেছীলেন- তখনকার উ-দীয়মান নেতারা!!!!!!
তারা দালাল দেখেছ - দামালদের দেখেনি-- রৌমারি পাদুয়ার ঠ্যাং ভাঙ্গার জবাব মাঠে দিতে সাহস না পেয়ে ষড়ডন্ত্রের জাল পেতে বিডিআরকে রক্তাক্ত করেছে চক্রান্তকারী আর দালালেরা--
যদি হিম্মত থাকে মাঠে আয়- ঘোষনা দিয়ে!
বন্ধুর বেশে মোনাফেকি আর ছলনার আড়াল আর দালালের ধূতি ছেড়ে!!!!
===
ইউনাইটেড ষ্টেট অব বাংলা নামটা কেমন? পছন্দ হয়?
চলেন সেভেন সিস্টার সহ, মুশৃিদাবাদ, বিহার উড়িস্যা নিয়ে বানিয়ে ফেলি!
সুব্রনািয়াম,... কল্লা কি এ পাগলারে সাকো নাড়াইস না মনে করায়া দিছ!
আমাগো তিনবিঘা নিয়া বেরুবারি আজও দেওনি চোট্টার দল! শত শথ ছিটমহল কিছূ দালালের ক্ষমতার নেশায় দালালি করে দেইখা ভাবছ যা খুশী তাই করবা!!
মনে নাই রৌমারি, পাদুয়ার কথা! ট্যাং ভাইঙ্গা হাতে ধরায়া পাঠায় দিমু!
৬| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৬
ঢাকাবাসী বলেছেন: সরকার এক্কেবারে কুলুপ এটেছে মুখে!
৭| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০৪
মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন: ভারত আর গাদ্দারের মধ্যে পার্থক্য কি?
৮| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১৪
কাকতড়ুয়া007 বলেছেন: আমাদের প্রধানমন্ত্রীর মনে খুশি খুশি লাগতাছে মনে হয় !
অবশেষে তার বহুদিনের স্বপ্ন পুরণ হতে চলেছে !
অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হবার স্বপ্ন !!!
৯| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১৭
সাইমুম জড় বলেছেন: ''কলকাতার ওপর আমাদের যৌক্তিক দাবি আছে'' ‘মুর্শিদাবাদ, মালদহ, ত্রিপুরা ও আসামের অংশ ফেরত দিক ভারত’ক্তিক দাবি আছে'' ‘মুর্শিদাবাদ, মালদহ, ত্রিপুরা ও আসামের অংশ ফেরত দিক ভারত’
১০| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২০
সাইমুম জড় বলেছেন: ''কলকাতার ওপর আমাদের যৌক্তিক দাবি আছে'' ‘মুর্শিদাবাদ, মালদহ, ত্রিপুরা ও আসামের অংশ ফেরত দিক ভারত’
১১| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
কোলাকাতা, আসাম, ত্রিপুরা এগুলো বাংলাদেশের ন্যায্য অধিকার। আমরা আমাদের ন্যায্য ভূখণ্ড ফিরে পেতে চাই।
১২| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
* কোলকাতা
১৩| ২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৫
মিছবাহ পাটওয়ারী বলেছেন: পুরো পশ্চিমবঙ্গ বাংলাদেশকে ফেরত দিতে হবে
২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৫
মদন বলেছেন: ঠিক
১৪| ২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৫
অহন_৮০ বলেছেন: পুরো পশ্চিমবঙ্গ বাংলাদেশকে ফেরত দিতে হবে
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
হেডস্যার বলেছেন:
ভালোই বলেছে...সমর্থন।