নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা বিরোধীরা মায়া’র বিরুদ্ধে ষড়যন্ত্র করছে!: জাহাঙ্গীর কবির নানক

১৫ ই মে, ২০১৪ বিকাল ৫:০৪

সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক বলেছেন, মায়া ভাই রাজপথের সিপাহশালার। মহানগর আওয়ামী লীগের প্রাণপুরুষ। এ জন্য তাঁর বিরুদ্ধে স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্র করছে।



বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।



জাহাঙ্গীর কবির নানক বলেন, এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে সেই সুযোগও দেওয়া হবে না।





Click This Link







জয়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য় বাংলা

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৪ বিকাল ৫:২৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সত্য কথা বললেই স্বাধীনতা বিরোধী হয়ে যায়। :P :P :P :P

২| ১৫ ই মে, ২০১৪ বিকাল ৫:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বটে বটে!!!

ভৈজাল খাইবা তুমি, করবা তুমি! আর দোষ হইলো মদনের থুক্কু.. মদনতো আপ্নের নাম.. বাদ.. দোষ হইলো আবুলের!!!

এভাবেই তাদের পৃথীবি সংকুচিত হয়ে আসছে।

তাদের সকল অপকর্ম, মিডিয়া আদর করে ঢেকে রাখছে! বা ভয়ে বলছে না.. তারপরও ছিটে ফোটা যা প্রকাশিত তাতেই মাথা খারাপ হবার যোগার!!

আর সকল অপকর্ম যদি জনগণ জানত- ইদুরের গর্তও খুজে পেতনা লুকানোর জন্য!!!!

চাপা দিয়ে আর কত????
গুম খুনে আর কত????
৭২-৭৫ এ ৩০ হাজার জাসদ কর্মী, মুক্তিযোদ্ধা হত্যা করেও কিন্তু মসনদ টিকে নাই। ইতিহাস বলে টিকেও না। তবে আবারও কেন ভুল!!!!!!!!

১৫ ই মে, ২০১৪ বিকাল ৫:৩৫

মদন বলেছেন: এদের পতনের ত্বরিকা কতটা বিভৎস হবে এটা ভাবতেই গা শিউরে ওঠে।

৩| ১৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

দালাল০০৭০০৭ বলেছেন: নানক কি সত্য বলেছে। ;) ;) ;) ;) ;)

১৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

মদন বলেছেন: জ্বী সত্য বলেছেন।

আমার কাছে তথ্য আছে।
ইতি
তথ্যবাবা

৪| ১৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

মহাশুন্য বলেছেন: সব দোষ, নন্দ ঘোষ।

৫| ১৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

নিষ্‌কর্মা বলেছেন: যুদ্ধাপরাধের মানে কি নানক জানে? স্বাধীনতা বিরোধীরা কারা এইখানে?

খুন হওয়া কমিশনার নজরুল আম্লীগ করত। নূর হোসেন আম্লীগ করে। অভিযোগ আসল নূর হোসেন খুন করিয়েছে নজরুলকে। এরজন্য ব্যবহার করা হয়েছে দিপু চৌধুরীর কানেকশন। ব্যবহৃত হয়েছে র‍্যাব। দিপু চৌধুরীর বোনের জামাই সে সময়ে নারায়নগঞ্জ র‍্যাবের অধিকর্তা ছিলেন। দিপু চৌধুরীর সাথে নূর হোসেন যৌথ ভাবে একটা ঠিকাদারি কাজ করছিলেন।

উপরের এসব যদি বানানো কথা হয়, তা হলে আমাদের দেশের সবাই যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী। সুতরাং আমাদের সবার বিরুদ্ধে নানক সাহেবের কেইস করার অধিকার আছে।

৬| ১৫ ই মে, ২০১৪ রাত ৯:৪৫

ঢাকাবাসী বলেছেন: আমাদের দেশের সবাই যুদ্ধাপ্রাধী!

১৫ ই মে, ২০১৪ রাত ১১:২৫

মদন বলেছেন: সব্বাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.