নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারত

১৬ ই মে, ২০১৪ বিকাল ৫:০২

জোকস অব দা মিলেনিয়াম :D

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৪ বিকাল ৫:১১

পরিবেশ বন্ধু বলেছেন: নেয় যদি কোন পক্ষ
হয় যদি পলটিবাজ দক্ষ
লেগে যাবে একটা গোলমাল
তখন কে দেবে সামাল । :> :> :-B :-B :-B

২| ১৬ ই মে, ২০১৪ রাত ৯:৫০

পংবাড়ী বলেছেন: আপনার পুরো পোস্ট:

" জোকস অব দা মিলেনিয়াম "

সামান্য কমন-সেন্স আপনার নেই: ৪ অক্ষরের একটা লাইন আপনার পোস্ট; আপনি কি করে 'ভারত, একটা ধর্মনিরপেক্ষদেশ' এ ভয়ংকর বড় বিষয়টি বুঝতে পারবেন?

ড: আবুল কালাম কি করে ভারতের প্রেসিডেন্ট হয়েছিল, তার আগেও আরও ছিল; এগুলো আপনি ব্যাখ্যা করতে পারবেন?

দেশ ভরে গেছে আপনাদের মত মগজহীন, ভাবনাহীন মানুষে।

১৬ ই মে, ২০১৪ রাত ১০:০১

মদন বলেছেন: ড. আবুল কালাম প্রেসিডেন্ট হইলেই ধর্মনিরপেক্ষ হয়????

মোদি আর তার সাংগপাঙ্গরা হইলো পৃথিবীর অন্যতম সামপ্রাদায়ীক উগ্র হিন্দু। যে দেশে এমন দল ক্ষমতায় যায়। সেদেশকে যারা ধর্মনিরপেক্ষদেশ হিসেবে মানে তাদের মাথায় মগজ আছে তো?

আর ভারতের বিরুদ্ধে বলায় এতো কষ্ট পেলেন যে???? ;)

৩| ১৭ ই মে, ২০১৪ রাত ১২:৩৪

ঢাকাবাসী বলেছেন: বিতর্কের অবকাশ আছে মনে হয়। এটা সেই প্লাটফর্ম নয়।

৪| ১৭ ই মে, ২০১৪ সকাল ৮:১০

সর্বহাটের কাটালিকলা বলেছেন: কেন মোদীর দলে বাদশা আলম,আলম খাঁ,শাহনওয়াজ খান এরাও তো তাইলে হিন্দু উগ্রবাদী হবে?

১৭ ই মে, ২০১৪ সকাল ১০:১৫

মদন বলেছেন: ভাই আমার নাম আবদুর রহিম আর আমি উঠা বসা করি মুসলমানের রক্তে রনজিত হাত ওয়ালাদের সাথে, মুসলমানদের মসজিদ ভাংগা দলের সাথে। তাইলে আমি কত্তো সাচ্চা মুসলমান আর তারা কত্তো সাচ্চা ধর্মনিরপেক্ষ দল বুঝতে আর বাদ থাকে।

বর্তমান বিজেপিতো কট্টর সামপ্রদায়ীক একটি দল। ভারতের জনগন তাদেরকেই ভোট দিয়েছে। যে দলের বিরুদ্ধে একাধিকবার মুসলিম গনহত্যার অভিযোগ রয়েছে। এমন দলকে পছন্দ করা ভারতকে কি করে ধর্মনিরপেক্ষ বলা যায়?

ধর্ম নিরপেক্ষর সংজ্ঞা পাল্টাতে হবে নাকি?

৫| ১৭ ই মে, ২০১৪ সকাল ১১:১২

সাইবার অভিযত্রী বলেছেন: জোকস অব দা মিলেনিয়াম :D

১৭ ই মে, ২০১৪ সকাল ১১:১৪

মদন বলেছেন: ভারতের আদর্শে আমরা এখন ধর্মনিরপেক্ষ পৃথিবী গড়ে তুলবো =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.