![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন আর কেউ জিজ্ঞেস করেনা পাশ করলি কিনা অথবা জিপিএ কতো? এখন ডাইরেক্ট জিগায় জিপিএ ৫ কি না?
জয়বাংলা।
১৭ ই মে, ২০১৪ বিকাল ৩:৫১
মদন বলেছেন:
২| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৪:০৮
ইসপাত কঠিন বলেছেন: ঢাকাবাসী@ এত কঠিন ট্রান্সলেশন লাগবে না। জনৈক ডাবল জিপিএ প্রাপ্ত প্রার্থীকে তার ইংলিশের নমুনা দেখে তাকে বলা হয়েছিলো বাংলাদেশ সম্পর্কে ইংরেজীতে পাঁচটি বাক্য বলতে। ভদ্রলোক বেশ কয়েকবার Bangladesh is a, Bangladesh is a বলে অতঃপর প্রার্থনা করিলেন, "স্যার, বাংলায় বলি?"
সত্য ঘটনা। কিন্তু কারো সাথে মিলে গেলে আমি দায়ী নই।
৩| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৪:৫৩
স্বস্তি২০১৩ বলেছেন:
৪| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৪:৫৪
পংবাড়ী বলেছেন: পোস্ট হিসেবে হাউকাউ
৫| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৫:৩৫
পংবাড়ী বলেছেন: আপনি ৭ বছর ব্লগিং করছেন, আপনার থেকে সঠিক পোস্ট আশা করা সম্ভব!
৬| ১৭ ই মে, ২০১৪ রাত ১০:৩৬
জামিল হাসান বলেছেন: মা মা আমি জি পি এ ৫ পেয়েছি
আজ যদি তোর বাবা বেঁচে থাকতো
১৮ ই মে, ২০১৪ রাত ১:০৫
মদন বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৩
ঢাকাবাসী বলেছেন: একটা জিপিও ৫ ওয়ালাকে জিজ্ঞেস করুন ' আমার মেঝো সন্তান সিডনী গিয়ে লেখাপড়া করতে করতে উন্মাদ হয়ে গেছে' এর ইংরেজী কর। যদি পারে তাইলে আমার নামে কুত্তা পাইলেন।