নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

আমাদের প্রধানমন্ত্রী ক্ষমতা চান না

১৭ ই মে, ২০১৪ রাত ১০:৪৩

২৭ এপ্রিল ২০১৪।

ফেরী দুর্ঘটনার দায়ভার কাঁধে নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চাং হং-উন পদত্যাগের ঘোষণা দেন। ফেরিডুবি প্রতিরোধ ও উদ্ধার তৎপরতায় ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী।





প্রায় ৩০০ এর বেশি মানুষ নিয়ে মেঘনা নদীতে ডুবে যাওয়া লঞ্চ থেকে মাত্র ৫০টি লাশ উদ্ধারের পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। মেঘনার পাড়ে চলছে স্বজনদের আহাজারি।



ক্ষমতা বিমুখ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম গ্রীনিস রেকর্ড বুকে লিপিবদ্ধ থাকবে।





জয়বাংলা।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৪ রাত ১০:৪৬

সুমাইয়া আলো বলেছেন: মেরা লীগ মাহান !!! জয় বাংলা

১৭ ই মে, ২০১৪ রাত ১০:৫২

মদন বলেছেন: জয়বাংলা

২| ১৭ ই মে, ২০১৪ রাত ১০:৫৭

মহিদুল বেস্ট বলেছেন: মইরা ঠেলা সামলা

১৭ ই মে, ২০১৪ রাত ১১:০৩

মদন বলেছেন: জয়বাংলা

৩| ১৭ ই মে, ২০১৪ রাত ১১:১৫

ভুয়া প্রেমিক বলেছেন: আহারে, চোক্ষে পানি আইসা গেল /:) ;) ;)

৪| ১৭ ই মে, ২০১৪ রাত ১১:১৫

াহো বলেছেন:
জিয়ার আমলে অভুত্থ্যান প্রচেষ্টার অজুহাতে সংক্ষিপ্ত সামরিক আদালত
20 Oct 1977 টাইমস সংবাদপত্র
লন্ডন যুক্তরাজ্য
02 Oct বাংলাদেশে অভ্যুত্থানের চক্রান্ত
37 মৃত্যুদন্ড কার্যকর ,20 জনের life-term কারাগার
মার্শাল ল ট্রাইব্যুনাল এ পর্যন্ত 460 জনের বিচার এবং 63 নির্দোষ বলে রায়
তিনটি রাজনৈতিক দল নিষিদ্ধ

৫| ১৭ ই মে, ২০১৪ রাত ১১:৩৯

কাজী মাসুক বলেছেন: হাসিনা...কত কি আর দেখব

৬| ১৭ ই মে, ২০১৪ রাত ১১:৫০

নিষ্‌কর্মা বলেছেন: মদন ভাই, দক্ষিণ কোরিয়ার সাথে আমাদের তুলনা করলে চলবে না। আমাদের দেশে কেবল মাত্র জহিরউদ্দীন খানের মত একজন ভদ্রলোক নিজে দায় দায়িত্ব নিয়ে পদত্যাগ করেছিলেন। আর কেউ করেন নি, সম্ভবতঃ করবেনও না।

দক্ষিন কোরিয়ায় প্রেসিডেন্টের ক্ষমতা আমাদের প্রধানমন্ত্রীর মত। সেখানে প্রধানমন্ত্রী তেমন ক্ষমতাধর কেউ না। তাই সেই দেশের প্রধানমন্ত্রীর পদত্যাগে কিছুই যায় আসে না।

ঠিক যেমন ছিল এরশাদের মন্ত্রীসভা। কেউ পদত্যাগ করলে কি কিছু যায় আসতো এরশাদের? কিছুই হত না। সেই ভাবে দেখুন।

তবে হ্যাঁ, প্রতিটি ঘটনার দায় নিয়ে যদি আমাদের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা পদত্যাগ করতেন, তা হলে সাধুবাদ পেতেন সকলেই।

১৮ ই মে, ২০১৪ রাত ১২:২৩

মদন বলেছেন: আমি প্রধানমন্ত্রীত্ব চাইনা, দেশের মানুষের শান্তি চাই।

এই কথা তো উনিই বলেছেন। দেশে এতো বড় বড় দুর্ঘটনার দায় উনি এড়ান কিভাবে?

৭| ১৮ ই মে, ২০১৪ রাত ২:৫৬

কানা দাজ্জাল বলেছেন: উনি ক্ষমতায় আসার পর থেকে আমরা খালি মুড়িই খাচ্ছি। উনি ক্ষমতাও ছাড়বেন না। আমাদের মুড়ি খাওয়াও শেষ হবে না।

তিনি এমনি একজন,
মরিবার পরেও তাহার হাড্ডি
জোগাইবে মুড়ির-ই ইন্ধন।

৮| ১৮ ই মে, ২০১৪ ভোর ৬:০৪

এস আই সাহেব বলেছেন: সন্ত্রাস শুধুই তালেবান নয়, বরং গণতন্ত্র যখন বিপজ্জনক হাতে পড়ে সেই সন্ত্রাস তার চেয়েও ভয়ঙ্কর। নাইজেরিয়ার বোকো হারামের মতো নয়, বরং প্রশাসনের ভেতরেই গুম-খুন চলছে বাংলাদেশে। মানুষ যখন সন্ত্রাসী হয় তখন ভরসা রাষ্ট্র। আর রাষ্ট্র যখন নিজেই সন্ত্রাসের ভূমিকায় তখন এটা মেনে নিতেই হবে।

১৮ ই মে, ২০১৪ সকাল ১০:৩২

মদন বলেছেন: রাষ্ট্র যখন নিজেই সন্ত্রাসের ভূমিকায় তখন এটা মেনে নিতেই হবে। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.