নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

ভোট গননা শেষ হয়নি, তেলের ডিব্বা নিয়ে রেডী সবাই

১৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

মে ১৬ ২০১৪



ইন্ডিয়ায় সংসদ নির্বাচনের ভোট গননা চলছে, শেষ হয়নি তখনও এরই মধ্যে খালেদা জিয়া মোদীকে শুভেচ্ছা জানিয়ে ফেললেন। জ্বী, একদম ঠিক। খালেদার তর সয়নি। ভোট গননা শেষ হবার আগেই মোদিকে শুভেচ্ছে জানিয়ে ফেল্লো।



দোষ এখানে নয়----



তার দোষ হলো হাসিনার আগেই শুভেচ্ছা জানিয়ে ফেলেছে। আহা বিরাট অপরাধ করে ফেলেছে। হাসিনার আত্বীয়কে খালেদা কেনো আগে শুভেচ্ছা জ্বানালো। না না না, কাজটি মোটেও ঠিক হয় নি।





তাই বলে কি হাসু বুবু বসে থাকবেন? তাই কি হয়,তিনি কি বসে থাকার বান্দা????







মোদি ও রাজনাথকে শেখ হাসিনার চিঠি

সম্পর্ক এগিয়ে নিতে উদ্যোগী বাংলাদেশ




প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বিজেপির প্রধানমন্ত্রীর পদে প্রার্থী ও গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে এবং আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে বিজেপি সভাপতি রাজনাথ সিংকে অভিনন্দন বার্তা পাঠান।





ঢাকার উচ্চপর্যায়ের সরকারি সূত্রে জানা গেছে, দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরেই ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা বার্তা পাঠান। একই দিন শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে বিজেপি সভাপতি রাজনাথ সিংকেও চিঠি পাঠান। দুই চিঠিতেই নির্বাচনে জয়লাভের জন্য বিজেপি নেতাদের শুভেচ্ছা জানান শেখ হাসিনা। তিনি তাঁদের দুজনকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।





ভারতের ভাবী প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এখানে আসার পর আপনার মনে হবে নিজের দ্বিতীয় বাড়িতে এসেছেন।





Click This Link





আহা, তেলের ডিব্বা পুরোটাই ঢেলে দিলো।







চিঠি লিখেও শান্তি হলো না, এবার ডাইরেক্ট টেলিফোন--



ফোনে মোদিকে হাসিনার আমন্ত্রণ



ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে মোদিকে তিনি বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানান।



Click This Link





তেল ঢালতে সবাই সমান। তাহলে কেনো এতো অন্ধভক্তি???????















মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

হাসান কালবৈশাখী বলেছেন: এটিও পড়ুন -
Click This Link

১৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০১

মদন বলেছেন: জ্বী, অনেক আগেই পড়ার সৌভাগ্য হয়েছে :)

২| ১৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

মিতক্ষরা বলেছেন: খালেদা আগে(!) শুভেচ্ছা জানানোতে আওয়ামীদের কান্নাকাটি হা হুতাশ দেখে হাসি চাপতে পারছি না। হাসিনার আগে কেন খালেদা শুভেচ্ছা জানাবেন? তাদের ভয় মোদি বেহাত হয়ে গেলে না আবার বাংলার মসনদ হারায় আওয়ামী লীগ। তারা তো মোদির দিকে চেয়ে আছে

১৮ ই মে, ২০১৪ রাত ৮:২২

মদন বলেছেন: =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.