![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারত তিস্তা নদীর সুতীব্র স্রোতকে ব্যবহার করে আগামী ১০ বছরের মধ্যে ৫০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহন করছে। চীন তার নিজ দেশে ইয়াংসি নদীর ওপর তিনটি ব্যারেজ নির্মান করেও এতো বিদ্যুৎ উৎপন্ন করতে পারেনি। অন্যদিকে শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়-তিস্তার পানি বিকল্প খালের মাধ্যমে প্রত্যাহার করে পশ্চিম বঙ্গ সহ আশে পাশের এলাকায় সবুজ বিপ্লব ঘটিয়ে ফেলেছে। আর অন্যদিকে পুরো হুমকীর মুখে পড়েছে বাংলাদেশের ভূ-তাত্ত্বিক অস্তিত্ব। এখন প্রশ্ন হলো ভারত এসব করতে পারে কি না? আমি বলবো- অবশ্যই নয়-কোন আইন বলেই তারা এসব করতে পারে না। তবে কিভাবে করলো- তারা করলো-এদেশে তাদের নিয়োজিত এজেন্ট, দালাল এবং খয়েরখাদের মাধ্যমে। এখানে কুটনীতি এবং খামখেয়ালীপনা ছাড়া তাদেরকে আর কিছুই করতে হয়নি।
[সংগৃহিত]
এই দালালদের বঙ্গোপসাগরে নিক্ষেপ না করলে দেশটিকে তারা মরুভুমি বানিয়ে দিবে।
২৩ শে মে, ২০১৪ রাত ১২:৩৭
মদন বলেছেন: আলাদাভাবে নাম উল্লেখ করতে হবে?
২| ২২ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪২
পংবাড়ী বলেছেন: পানি দ্বারা বিদ্যুত ওকে; বিকল্প পথে নেয়া অপরাধ; আমাদের নিজেদের রক্ষার জন্য সবই করতে হবে।
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৪ বিকাল ৫:০৩
ঢাকাবাসী বলেছেন: দালালগুলো কারা?