![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশিদের দেখা মাত্র গুলি করার নির্দেশ মিয়ানমারের!!
আর বার্মিজ দেখা মাত্র চুমা দেয়ার [সম্ভাব্য] নির্দেশ বাংলাদেশের।
এছাড়া নাসাকা যতই গুলি করুক আমরা তাদের গুলি করব না। কারন এইটা বাংলাদেশের জন্যে শোভন নয়। আমাদের ফরেন পলিসি হইল কিনা সর্বংসহা। কেবল সয়ে যাও। কিছু করে দেখানোর হেডম নাই। আমরা বিদেশ থেকে অস্ত্র কিনি নিজেদের মারার জন্য। রাতের আধারে হাজার হাজার মানুষ এর উপরে গুলি করার জন্য। মিয়ানমার কিংবা ভারত এর দিকে গুলি করে আমরা উগ্রবাদি জঙ্গি বা মৌলবাদি হতে চাই না। বিএসএফ দিয়া মর, নাসাকার গুলিতে মর।
বাংলাদেশীদের রক্তের মূল্য আছে নাকি হে।
[সাদাসিধে ঝুলিওয়ালা]
১৪ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৪
মদন বলেছেন: ঠিক
২| ১৩ ই জুন, ২০১৪ রাত ১০:৪২
সোজা কথা বলেছেন: বাইরে থেকে অস্ত্র আনা হয় নিজেদের মধ্যে যুদ্ধ করার জন্য!
৩| ১৩ ই জুন, ২০১৪ রাত ১১:০৬
করিম বস বলেছেন: আপনার সরকার আসলে কি করত?? দশ ট্রাক অস্ত্র যে গুলি আনছে ওইটা দিয়ে যুদ্ধ করত না!
১৪ ই জুন, ২০১৪ দুপুর ১২:০৪
মদন বলেছেন: আমার সরকার কোনটা???
আজব আপনাদের মানসিকতা রে ভাই।
একজনের সমালোচনা করলেই ধরে নেন আমি আরেকজনের।
যে কুত্তারবাচ্চার জন্য দেশের ক্ষতি হবে তাকে কুত্তার বাচ্চাই বলবেন। দল কানা হয়েন না।
৪| ১৩ ই জুন, ২০১৪ রাত ১১:০৯
হাসান কালবৈশাখী বলেছেন:
এটিও পড়ুন
Click This Link
১৪ ই জুন, ২০১৪ দুপুর ১২:১২
মদন বলেছেন: পড়লাম।
৫| ১৩ ই জুন, ২০১৪ রাত ১১:৩৬
মাইরালা বলেছেন: আওয়ামীরা নিজের দেশের লোককে মারতে ওস্তাদ। বীরত্ব কেবল মোল্লা পিটাতে, নাসাকাকে মারা যাবে না কারণ ওদের হাতে অস্ত্র আছে।
১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৩
মদন বলেছেন: জ্বী
৬| ১৪ ই জুন, ২০১৪ দুপুর ১২:২১
কেএসরথি বলেছেন: বুঝলামনা হঠাৎ করে বার্মার এত গরম লাগতেছে কেন? তাগো মাইর-ধোর কম পড়ছে মনে হয় :#>
৭| ১৪ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫১
ব্ল্যাকমেটাল বলেছেন: কেএসরথি বলেছেন: বুঝলামনা হঠাৎ করে বার্মার এত গরম লাগতেছে কেন? তাগো মাইর-ধোর কম পড়ছে মনে হয় :``>>
এই খা.পো.রা ভুইলা গেসে বাঙ্গালী কী চিজ। এই চাইনিজ বান্দর গুলা তো ৪ফুটের বেশি হয় না। পাইলে দুই এক্টারে ধইরা *** ফাইড়া দিতাম
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৪ রাত ১০:৩৩
গ. ম. ছাকলাইন বলেছেন: সরকার যখন দুর্বল হয় তখন সবাই সুযোগ নেয় । মায়ানমার সে কাজটাই করছে । তাই দেশকে বাচাতে হলে ক্ষমাতার লোভ কমাতে হবে ।