নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

ডোরেমন বন্ধ করা হলো বাচ্চাদের নষ্ট হবার থেকে রক্ষার জন্য?

৩০ শে জুন, ২০১৪ রাত ১১:৩৯

ডোরেমন বন্ধ করা হলো বাচ্চাদের নষ্ট হবার থেকে রক্ষার জন্য নাকি বাচ্চাদের এইটুকু বিনোদনের সুযোগটুকুও কেড়ে নিয়ে মায়েদের স্টার জলসা আর স্টার প্লাসে অবৈধ পরকিয়া আর পরিবারের কলহ শেখার সুযোগ তৈরীর জন্য?

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৪ রাত ১১:৫৩

বেনিইয়ামিন সিয়াম বলেছেন: বাংলা ডরিমন চালু হইছে।
কিন্তু বাচ্চারা স্টার প্লাস এবং স্টার জলসার জন্য মায়েদের হাত থিকে রিমোট পাচ্ছে না ডরিমন দেখার জন্য

০১ লা জুলাই, ২০১৪ রাত ১২:০৫

মদন বলেছেন: জ্বী।
ডোরেমনের বাচ্চাদের দু/একটি ভুল আছে দেখেই ডোরেমন বন্ধ আর স্টার জলসা/প্লাসে পরকিয়া, নোংরামী সাংসারিক কুটনামি সহ হেন নোংরা বিষয় নেই এখানে থাকে না।

স্টার জলসা এবং স্টার প্লাস বন্ধ করা হোক।

২| ০১ লা জুলাই, ২০১৪ রাত ১২:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

ডরিমনে দেখলে বাচ্চাদের কি সমস্যা হবে আমি এখন বুঝে উঠতে পারিনাই। লিন্তু স্টার জলসা আর স্টার প্লাস দেখে নারীদের কি হাল তা আহর আহর দেখেছি।

০১ লা জুলাই, ২০১৪ সকাল ১০:৪৬

মদন বলেছেন: ঠিক তাই।
শুধু তাই নয়, মায়েদের সাথে বসে ছোট বাচ্চারা এইসব নোংরা সিরিয়াল দেখে কি পরিমান পেকে যাচ্ছে তা বলার মতো না।

৩| ১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩১

ইমিনা বলেছেন: ডোরেমন আমার খুব প্রিয় ছিল। আমি সব ভুলে ডোরেমন দেখতাম
:( :( :(

১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৯

মদন বলেছেন:

আমি প্রতিদিন দেখতাম :(
এখন বাসায় টিভি নাই :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.