নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

‘যারা বাংলাদেশ জিন্দাবাদ বলে তারা পাকিস্তানের এজেন্ট’: সজীব ওয়াজেদ জয়

১২ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৫

প্রধানমন্ত্রীর ছেলে ও তাঁর তথ্য, যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘যারা “জয় বাংলা” না বলে “বাংলাদেশ জিন্দাবাদ” বলে তারা পাকিস্তানের এজেন্ট’।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে সুচিন্তা ফাউন্ডেশন নামের একটি সংগঠন আয়োজিত সেমিনারে জয় এ মন্তব্য করেন। সেমিনারে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আওয়ামী ঘরানার ব্যক্তিরা অংশ নেন।

সজীব ওয়াজেদ বলেন, ‘তাদের (বিএনপি) বিরোধী দল বলব না, কারণ তারা সংসদে নেই। তারা “জয় বাংলা” বলে না, বলে “জিন্দাবাদ”। যেটা উর্দু শব্দ। বাংলা ভাষায় “জিন্দাবাদ” বলে কোনো শব্দ নেই। ভাষা আন্দোলনে আমরা উর্দুর বিরোধিতা করেছিলাম। এখনো তারা সেটাই ব্যবহার করে। যারা “জিন্দাবাদ” বলে, তারা বাঙালি নয়, পাকিস্তানের এজেন্ট। তারা দেশ থেকে চলে যায় না কেন? যারা এ দেশে থেকে “জিন্দাবাদ” বলে, তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত।’







Click This Link







টিটকারী করে জয়ের বিরোধীরা জয়কে মানসিক প্রতিবন্ধি বলে। কাউকে এভাবে ব্যক্তিগতভাবে হেয় করা আমার পছন্দের নয়। তার এ বক্তব্যের পরে আমার অবস্থান কিছুটা নড়ে গেছে মনে হচ্ছে।



জয়ের কি জানা আছে "আওয়ামী" শব্দ মানে কি? এটি কোন ভাষার শব্দ, কোন দেশের শব্দ।



তরুন প্রজন্মের নেতৃত্ব দিতে হলে আরো পরিপক্কতা প্রয়োজন জয় সাহেব। গতানুগতিক রাজনীতি তরুনরা গ্রহন করবে না। আর-



তথ্য শুধু আপনার কাছেও থাকে না,তরুন প্রজন্মের কাছে অনেক বেশি তথ্য থাকে।





জয়বাংলা..

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১২:১১

মদন বলেছেন: জয়সাহেব
আরেক তথ্য আপনার তথ্য ভান্ডারে নিয়ে নিন।
জিন্দাবাদ শুধু উর্দু শব্দ নয়, ফার্সি শব্দও বটে

http://en.wikipedia.org/wiki/Zindabad


নিজেকে তথ্যবাবা পরিচয় দিতে হলে তথ্যের ভান্ডার সমৃদ্ধ করুন।

জয়বাংলা

২| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৬

মদন বলেছেন: জয় এবং বাংলা দুটি শব্দই ভারতে রয়েছে।
আওয়ামী উর্দু শব্দ এবং লীগ ইংরেজী শব্দ তাহলে কি আপনারা পাকিস্তান এবং বৃটেনের দালাল?

৩| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১২:২৮

সাহাদাত উদরাজী বলেছেন: হা হা হা..।

১২ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০৫

মদন বলেছেন: :)

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আওয়ামী লীগের আওয়াম কোন শব্দ???

জনাব জয়কে জিজ্ঞাসা করেন?

আওয়াম উর্দু শব্দ। মানে জনতা....

পাকিস্তানী এজেন্টের সবচে বড় পালের গোদাতো দেখি তবে আওয়ামীলীগ (জয় তত্ত্বানুসারে ;) )

আওয়ামীলীগের বাঙালী হওয়া হইল না!!!! নাম পাল্টায়া খাতনা করাইয়া চেস্টা করবে নাকি বাঙালি হইতে!!! ঝয় মিয়া কি বলেন????

১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১:০৮

মদন বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.