নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

জরুরী কোনটা? ঈহুদী পন্য বর্জন নাকি মুসলিমদের একতা?

১২ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২৬

ঈহুদীরা পুরো পৃথিবী জুড়ে সংখ্যায় মাত্র কয়েক লাখ কিন্তু তারা পুরো পৃথিবী নিয়ন্ত্রন করছে। তারা জ্ঞান বিজ্ঞানে সবার উপরে। যে ফেসবুক ব্যবহার করে আপনি ভার্চুয়াল ইহুদি নিধনে ব্যস্ত সেটি ঈহুদিদের। যেই কোক খেয়ে আপনি গলা ভেজাচ্ছেন সেটি ঈহুদিদের। ডেল, ক্যাটারপিলার, নেসলে, কি নাই তাদের।



এবার ভাবুনতো মুসলমানদের কথা-

ইরাকে শিয়া সুন্নী যুদ্ধ হচ্ছে। তারাবি ৮ রাকাত নাকি ২০ রাকাত পড়বেন এটি নিয়ে যুদ্ধ করছেন। অর্ধেক পৃথিবীতে জুড়ে মুসলিম কিন্তু তাদের কচুকাটা করে কাটলেও কেউ কিছু বলে না। দু-চারজন ডেল ল্যাপটপে ফেসবুক ব্যবহার করে ঈহুদি পন্য বর্জনের হাকডাক দিয়ে জেহাদ সুসম্পন্ন করেন।



সমস্যার গোড়াতে যাবার চেষ্টা করুন। কিভাবে ছোটখাটো বিভাজন ভুলে পুরো মুসলিম উম্মাহ এক হতে পারে সেটি নিয়ে ভাবুন। তখন ইহুদি কেনো, কোন সমস্যাই মুসলমানদের জন্য বড় সমস্যা হবে না। মালয়শিয়ার মতো টেকনোলজিতে আগানোর চেষ্টা করুন। ইরানের মতো সমরাস্ত্রে আগানোর চেষ্টা করুন। আজ না হোক কাল আবার মুসলমান রা মাথা তুলে দাড়াবে। তা না হলে এই বিভক্ত মুসলমানদের এভাবেই মার খেতে হবে।



যে ইহুদিদের নিয়ে এতো কারবার তাদের সাথে সৌদি শাসকদের রয়েছে গলায় গলায় পিরিত। ওআসি নামের ঠুটো জগন্নাথের কাজ কি? ইজরায়েলের চারিদিকেই তো মুসলিম দেশ। তারা লাঠি দিয়ে বাড়ি দিলেই তো ইজরায়েল শেষ হয়ে যাবার কথা, কিন্তু কেনো হচ্ছে না সেটি ভাবুন। অপরের ঘাড়ে দোষ না দিয়ে আমরা আমাদের দোষ আগে খুজি।

মন্তব্য ৩৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩০

নিকষ বলেছেন: আরব মুসলিম বিশ্ব (টাকাওয়ালা গুলি) - আপাতত ব্যস্ত উচু বিল্ডিং বানানোতে। তেল শেষ হইলে, আরাম আয়েশ কই যাবে - এই চিন্তায় তারা - ট্যুরিজম ডেভেপমেন্টে ব্যস্ত আছে। উনাদের ডিস্টার্ব করিবেন না, প্লীজ লাগে।

১২ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৬

মদন বলেছেন: দেখবেন হয়তো ঐ টুরিজমের বড় কাস্টোমার হইলো ইহুদীরা ।

২| ১২ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৮

মিলটন বলেছেন: পণ্য বর্জনে কোন সমাধান আসবে না। খুব ভালো লিখেছেন ব্লগটা।

১২ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৬

মদন বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ বস ।

ইহুদীরা নিজেদের যোগ্যতার বলেই কিন্তু আমেরিকার উপরে ছড়ি ঘোরাচ্ছে। বিশ্বের মিডিয়া, প্রযুক্তি, সংস্কৃতি সব তাদের হাতে। তারা সংখ্যায় নয় যোগ্যতায় এই পর্যায়ে গিয়েছে।

কথায় কথায় আমাদের কোক-পেপসি বর্জনের কথা বলা হয় কিন্তু পৃথিবীর অর্ধেক মুসলমান মিলেও একটি জনপ্রিয় পানিয় বের করতে পারে নাই। নেসলের পন্য ছাড়া আপনার দুধের শিশু খাবার পাবে না। মুসলিম বিশ্ব কি বানিয়েছে নেসলের বিকল্প?

কম্পিউটার-ল্যাপট-প্রসেসর তো দুরের কথা মুসলমানরা কীবোর্ডের একটি কী ও কি বানিয়েছে? বরং আমরা কি দেখি আমাদের তথাকথিত সম্মানিত সৌদিআরবের শেখ রা বিনোদনের জন্য সোনা দিয়ে মুড়িয়ে বিমান বানিয়ে নিচ্ছে। বিলাসবহুল গাড়ি কিনছে যা পৃথিবীতে নেই। অর্থাত পৃথিবীর সর্বোচ্চ বিনোদনের সামগ্রী কিনছে তারা।

যেখানেই আমাদের মাথাতেই সমস্যা সেখানে এমন ভোগান্তি আমাদের প্রতিনিয়তই মেনে নিতে হবে।

৩| ১২ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৬

শাহ আজিজ বলেছেন: বস্তুত পৃথিবীর বড় শক্তিগুলির অনেক গবেষক রয়েছে শুধুই মুসলিম , আফ্রিকান দের গোত্র বিভাজন কেমন এটা শিখতে ও শাসকদের গাইড করতে। কোথায় টোকা দিলে কি কাজ হবে তা তারা জানে । কাজেই বৃহত্তর আরবের তেল ক্ষেত্র গুলি কার্যত শক্তিশালী দেশগুলর হাতে। তেল ওঠানোর পদ্ধতি থেকে তেল বিপননের পুরো প্রক্রিয়া সাদাদের হাতে তুলে দিয়ে আরব শেখরা আনন্দে ব্যাস্ত । ইহুদিরা গবেষণা করে নতুন প্রযুক্তির এবং তা বাজারজাত করে ক্রিসচিয়ানদের দ্বারা । এটা আমার হাতে নাতে দেখা । ইসরায়েল মাত্র ৩৫ বছরের মধ্যে পারমানবিক বোমা বানিয়ে শক্ত হয়ে গেড়ে বসেছে আর মুসলিমরা পূর্বতন কাহন ইবনে সিনারে বারবার দেখায় আর চিল্লায় যায় । মধ্যস্বত্ব ভোগী হিসাবে আরবের মুস্লিমদের নাম আছে। পাক পারমানবিক বিজ্ঞানী কাদিরের পরিচয় বেরিয়ে পড়ল সে কাদিয়ানি অম্নি যাবি কোথায় , ভাগ শালা । সুইজারল্যান্ডে তার গবেষণাগারে বাকি জীবন কাটিয়েছেন । হামাস রকেট কেন ছুড়ল আর ফিলিস্তিনিদের তার দায় কেন নিতে হল ? কেউ এ জবাব দেয় না। পন্য বর্জন করলে সাড়া পৃথিবীর সাথে যোগাযোগ , ব্যাপক সুবিধা, ওষুধ বন্ধ হয়ে যাবে। যারা এসব বলে তারা পরিনতি ভেবে বলে না । ইহুদিরা জিনিয়াস যেমন ইহুদি মহাম্মদ ( পড়ে মুসলিম) বড় জিনিয়াস ছিলেন!!

১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১৭

মদন বলেছেন: ধন্যবাদ

৪| ১২ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঐক্যকা গড়বে কে?

যে আরব বিশ্বের সকল মুসলমানের প্রাণকেন্দ্রভ মক্কা মোকাররামা, তাদের কব্জায়!

ইহুদী শাসকের সাথে যেখানে আল্লাহ নিজে বন্ধুত্ব করতে বারণ করেছেন- যে তারা পরস্পর পরস্পরের বন্ধু কোন বিম্বাসীর সাথে তাদের বন।দুত্ব হতে পারেনা.. সেখানে কথিত সউদ নামে কুলাঙগারেরা তাদের সাতৈ হাত মিলিয়ে আরবকে কুক্ষিগত করে রেখেছে।

জাগরনের শুরুটা হতে হবে আরব উদ্ধারের মধ্য দিয়েই। ঐক্যে ভিত রচনা করার আগেইতো তারা বিভাজনের পলিসিতে শত শত বছরের বিষবৃক্ষের ফসল তুলছে!!
আর কথিত সকল মুসলমানের মাঝে হাসি, কাশির বিধি-বিধার নিয়ে বিভক্তি এতই চরম যে মসজিদ পর্যন্ত ভাগ হযে যাচ্ছে!

যে জ্ঞান দিয়ে মুক্তি আসতে পারে- সেই জ্ঞানার্জন থেকে দূরে থাকাতেই যেন আম- মুসলিমের আনন্দ!
আর যারা একটু জানছে- তারা কেউ কেউ জ্ঞানপাপী হয়ে হয় ব্যক্তি স্বার্থে ব্যস্ত! নয় সুবিধাভোগে ইয়াজিদি মার্কা ইউটার্ণ নিয়ে আছে!!!

একমাত্র রাব্বুল আলামিনই পারেন-এই হত অবস্থা থেকে বিশ্ব মুসলিম জাতিকে উদ্ধার করতে। একজন ত্রানকর্তা পাঠিয়ে।

১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪১

মদন বলেছেন: ত্রানকর্তার অপেক্ষায় রইলাম।

৫| ১২ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৯

মদন বলেছেন: তাহলে আসুন আমরা সব ভুলে আরব উদ্ধারে নামি। ক্ষেপনাস্ত্র ইজরায়েলের দিকে তাক না করে সৌদি প্রাসাদের দিকে তাক করি।

৬| ১২ ই জুলাই, ২০১৪ দুপুর ২:২২

মেহেদী_বিএনসিসি বলেছেন: আসলেই ফেবুতে বা আন্যান্য জায়গায় বিকৃত ছবি দিয়ে সবাই যেমন জিহাদী জোশে আসে.....তাতে কথা কইতেই ডর লাগে......।
>ইজরাইল কতর্ৃক ১২০ প্যালেষ্টাইনি নিহত.........ছি.....কত্তবড় অমানুষ শালারা..... X((
>আইএসআইএল কতর্ৃক ২৫ হাজার শিয়া কচুকাটা ইরাকে......ও.....তাই নাকি.... :-<
>আসাদের সাথে ক্ষমতার লড়াইয়ে দেড়লাখ সিরিয়াবাসী নিহত.....ইটস ওকে... :-<
>ইরাকি বাহিনি কর্তৃক জেলে বন্দী ৩৫০জন সুন্নি হত্যা..........এইটা নিয়া এত্তো টেনশনের কি? /:)
>ইজিপ্টে সরকারের সাথে সংঘর্ষে দেড় হাজারের বেশি বিক্ষেভকরী নিহত....... /:) /:)

১২ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৪

মদন বলেছেন: অসাধারন কিছু স্ট্যাটস তুলে এনেছেন।

নিজেরা কুত্তাকামড়াকামড়ি করে নিজেরা শেষ করছি এরপরে টায়ার্ড হয়ে গেলে বিনোদনের জন্য থাইল্যান্ড নাইলে আমেরিকা ছুটছি।

৭| ১২ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৯

শাহ আজিজ বলেছেন: মেহেদী_বিএনসিসি# ধন্যবাদ সত্য তুলে ধরার জন্য । ১০ লাখ সিরিয়ার রিফিউজিদের কথা ভাবুন ,কই একটা আওয়াজ শুনিনি ঢাকাতে । ইহুদি পন্য বর্জন আর ফিলিস্তিনিদের জন্য ক্রন্দন সেই পাকিস্তানের সময় থেকে দেখছি । ৯৯% জানেনা মুল সমস্যা কোথায় ।

১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০১

মদন বলেছেন: ধন্যবাদ

৮| ১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১২

মুদ্‌দাকির বলেছেন: মুসলমানদের একতার চেয়ে বড় প্রয়োজন, মুসলমানদের জন্য আর কিছুই নাই, ঘরে বাইরে সবখানেই এই কথা প্রযোজ্য!!!!!

৯| ১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৬

মদন বলেছেন: সবুজ চিহ্নিত এলাকা মুসলিম দেশ। মাঝখানে দেখুন লাল চিহ্নিত এলাকা হলো ইজরায়েল।


১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৯

মদন বলেছেন: এই ম্যাপটি দেখতে থাকুন আর ভাবতে থাকুন কার দোষে ফিলিস্তিনীরা নির্যাতিত

১০| ১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:১০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: গঠণমূলক একটি স্টাটাস পড়লাম --- ভাল লাগলো

১১| ১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩০

বংশী নদীর পাড়ে বলেছেন: শেয়ার করুন

১২| ১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৫

রাজিব বলেছেন: মুসলমানদের ঐক্য অনেক দূরের কথা। ফিলিস্তিনিদের নিজেদের মধ্যেই কোন ঐক্য নেই। ফাতাহ এবং হামাস এ দুদলের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ লেগেই থাকে। তারা কখনোই কোন বিষয়ে একমত হতে পারে না। ইসরায়েল তাদের কাছে যতটাই শত্রু ততটাই তারা একে অন্যের কাছে শত্রু।

১৩ ই জুলাই, ২০১৪ রাত ১:০৩

মদন বলেছেন: গুরুত্বপূর্ণ তথ্য

১৩| ১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫৮

বাঁশ বাবা নওশাদ বলেছেন: কিতা কইয়াম আমাদের সৌদি বাদশার নাম টা কয়েক হাত লম্বা কিন্তু হেতের আক্কেল বলতে কিছুই নাই।রানি রে নিয়েই ব্যাস্ত এসব নিয়ে হেতের মাথা গামানোর সময় নাই। ভাই #মদন আমি আপনার লেখাটা কপি করলাম কারন উচিত কথা যত তারাতারি সম্ভব মাইনসের পেটে ডুকানো দরকার।

১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৭

মদন বলেছেন: ধন্যবাদ

১৪| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৮

আহসানের ব্লগ বলেছেন: +

১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২১

মদন বলেছেন: ধন্যবাদ

১৫| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪০

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: পণ্য বর্জন করে অথবা ফেসবুকে জড় তুলে কোনো লাভ নেই।কারণ আজ যারা এসব বলে নিজের তৃপ্তি মেটাচ্ছে-তারাই কিন্তু আগামীতে আবার পশ্চিমা সংস্কুতিতে মজা পায়!!!!!!!চাই সামাজিক-সাংস্কৃতিক-অর্থনৈতিক প্রতিরোধ------

১৬| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার লিখেছেন। একতার বিকল্প নেই।

১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩২

মদন বলেছেন: একতার বিকল্প নেই।

একদম ঠিক

১৭| ১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৫

নতুন বলেছেন: জটিল পয়েন্ট ধরছেন ভাই...

এই ব্যপারে কবি নিরব থাকবে.... নিজেরা মারামারি করলে অন্যরা তো মজা নেবেই...

১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩১

মদন বলেছেন: :(

১৮| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৮

নতুন বলেছেন: মানুষকে বিভক্ত না করতে পারলে তাদের শাসন করা যায়না... এই খুবই ভাল জানে আমেরিকা...

আমরা যতই ধম` ধম` করি কিন্তু মনের মাঝে থাকে ভন্ডামী...

আরব দেশে তেল আছে.... এটা একটা বিরাট ক্ষমতা... তেলে বিশ্ব ঘুরে...

সব আরব দেশের ক্ষমতায় আছে আমেরিকার পছন্দের সরকার....

ভন্ডামী না ঠিক হলে কিছুই হবে না বস....

১৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৮

মদন বলেছেন: ঠিক

১৯| ১৯ শে জুলাই, ২০১৪ দুপুর ২:১১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: পণ্য বর্জন করলেই কি যারা ধ্বংসের শিকার হয়েছে তাদের মুখে হাসি ফিরে আসবে? দরকার একতা এর বিকল্প নেই!

২০ শে জুলাই, ২০১৪ রাত ১২:২২

মদন বলেছেন: ঠিক তাই।
ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এতো পন্য/সেবার সাথে তারা সমপৃক্ত তাতে আমরা কিছুই করতে পারবো না। পন্য বর্জন করতে হলেও একতা লাগবে নাইলে ৫/১০জনের পন্য বর্জনে তাদের কিছুই হবে না। কিভাবে মুসলিম বিশ্বকে এক কাতারে আনা যায় আমাদের সে প্রচেষ্টা করতে হবে।

২০| ০১ লা আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৫

অপ্‌সরা বলেছেন: কেমন আছো ভাইয়া?

ঈদের শুভেচ্ছা!!!:)

০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৭

মদন বলেছেন: বাসী ঈদমোবারক :)

২১| ০১ লা আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৯

কালের সময় বলেছেন: একতা,,,,,,,একতা,,,,,,,,একতা,,,,,,,,,একতা,,,,,,,,,একতা...,,,,,,একতআর এই একতা হতে হলে সারা বিশ্বের সকল মুসলীম দেশগুল
এগীয়ে আসতে হবে । তাহলে বুশের হুস থাকবে না ।ওর বাপেও ছিল
এক গাদ্দার । জজডাবলুবুশ মনে আছে আপনাদের একবার যে ওর মুখে ওদের দেশের এক মুসলীম সাংবাদিক জুতামেরেছিল ।

০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৮

মদন বলেছেন: একতাই শক্তি

২২| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩০

পরিবেশ বন্ধু বলেছেন: উভয়টাই দরকার ।

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০০

মদন বলেছেন: হুমমম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.