![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ কর্মসূচির আওতায় প্রশিক্ষণ নিয়ে নিন।
২. নকিয়া ১১০০ সেট এর সাহায্যে ওডেস্কে লগিন করে প্রোফাইল তৈরী করুন।
৩. কাজের জন্য বিড করতে থাকুন এবং বায়ারদের সাথে স্কাইপি এবং ভিডিও ইন্টারভিউ গুলো নকিয়া ১১০০ সেট দিয়ে সেরে ফেলুন।
৪. বায়ার আপনাকে কাজ দিয়ে দেবার পরে আপনি নকিয়া ১১০০ সেট দিয়ে কাজগুলো শেষকরুন। জমা দিন। বায়ার আপনাকে ডলার পেমেন্ট দিবে।
৫. এভাবে কাজ করতে করতে যখন আপনার আয় ১০০ ডলারের অধিক হবে অথবা ৫০০ঘন্টা কাজের অভিজ্ঞতা অর্জন হবে তখন আপনি "ট্রাস্ট ব্যাংক" আবেদন করুন মাত্র ১৪% সুদে লোন নেবার জন্য, যে লোন নিয়ে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপ কিনবেন। মনে রাখবেন ল্যাপটপের ৩০% টাকা আপনার থাকা লাগবে। বাকি ৭০% টাকা ব্যাংক দিবে।
ফ্রীল্যানসিং, আউটসোর্সিং এর নামে এইসব নির্মম কৌতুক কবে বন্ধ হবে?
তথ্য সুত্র: Click This Link
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২২
নক্শী কাঁথার মাঠ বলেছেন: নকিয়া ১১০০ সেট কেন? অন্য সেট দিয়ে হয়না?
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪১
মদন বলেছেন: কেনো হবে না? সিম্ফনী ডি২৪,ডি ২৬, ডি৩১আই থাকলেও হবে।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৪
অগ্নি সারথি বলেছেন: খিক।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
তামিম ইবনে আমান বলেছেন: আমার একটা ৩৩১০ আছে। ওটা দিয়ে কাজ চলবে?
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫০
মদন বলেছেন: সামান্য সমস্যা হলেও চলার কথা
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০১
মোশতাক বলেছেন: এই আমলে নকিয়া ১১০০ সেট কই পামু? নকিয়া ১১০০ সেট কিনতে কত % সুদ দেওন লাগবো?
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৩
মদন বলেছেন: ১১০%
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৭
মোঃ মামুনুর রশিদ বলেছেন: ভাই লেখাটা পড়ে ভালোই লাগলো