![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরীক্ষা নেওয়ারই প্রয়োজন নেই : শিক্ষামন্ত্রী
মাত্র দুজন ইংরেজিতে ভর্তির যোগ্য?
মন্ত্রী: এসএসসিতে ৪০ ঘণ্টা এবং এইচএসসিতে ৪০ ঘণ্টা করে মোট ৮০ ঘণ্টার বেশি লিখিত পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা পাস করে। পরীক্ষায় ভাষাগত দক্ষতা, ইংরেজি জ্ঞান থাকে। আর অল্প সময়ে এমসিকিউ পরীক্ষা দিয়ে তাদের মেধা, যোগ্যতা, দক্ষতা যাচাই করা কোনো সঠিক পদ্ধতি নয়।
আমি মনে করি, এমসিকিউ দিয়ে শিক্ষার্থীদের মান নির্ণয় করা সম্ভব না। উদাহরণ হিসেবে বলব, আল্লাহ’র নামে কেউ টিক চিহ্ন দিলেও হয়তো ৪০ নম্বর পাবে। এবার ইলেকটিভ ইংলিশ যুক্ত করা হয়েছে, ইচ্ছাকৃতভাবে কঠিন প্রশ্ন করা হয়েছে। আমি মনে করি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়ারই কোনো প্রয়োজন নেই।
http://www.banglanews24.com/beta/fullnews/bn/328263.html
মাননীয় শিক্ষামন্ত্রী, চাকরী ক্ষেত্রেও যেমন বিসিএস বা এই ধরনের পরীক্ষাতে পরীক্ষায় প্রাপ্ত মার্কসের ভিত্তিতে চাকরীর সুযোগ করে দিন। জাতি আপনাকে পাবনা যাবার পুর্ব পর্যন্ত মনে রাখবে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৫
মদন বলেছেন: আইডিয়া খারাপ না
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ঢাবির শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া ত্রুটিপূর্ণ: শিক্ষামন্ত্রী!!!!! ----এতক্ষনে অরিন্দম কহিল বিষাদে
এই সর্বনেশে খেলার ফল তো মন্ত্রী মহোদয় ভোগ করবে না। ভোগ করবে প্রতিটি ছাত্র। প্রতিটি অভিভাবক। প্রতিটি পরিবার। পুরো বাংলাদেশ।
এখনো সময় আছে। সময়ের সাথে, বাস্তবতার সাথে তাল মিলিয়ে দেশের উপযোগী পদ্ধতিতে ছাত্রদের জীবন রক্ষা করুন।
শহরের কয়েকটি বিদ্যালয়! বা উচ্চশিক্ষিত কিছূ ছাত্র নয়- বা কেবলই বিদেশের হুবহু অনুকরণ নয়-
দেশের এভারেজ ছাত্র মেধা অনুপাতে, শিক্ষক মেধানুপাতে, বিদ্যালয়ের বাস্তব অবস্থানুপাতে.. পাঠক্রম প্রণয়ন করুন।
ঢাকা বিশ্ববিদ্যায়ের পরীক্ষা পদ্ধতির দিকে আঙুল না তুলে- নিজের মন্ত্রনালয়ের দিকে তাকান। শিক্ষকদের দিকে তাকান। বিদ্যালয় গুলোর দিকে তাকান। ছাত্রদের দিকে তাকান।
রাজণীতির কানাগলির বাহবা নিতে পাসের হারে বাড়ালেই সাফল্য নয়- প্রকৃত মেধার বিকাশেই সাফল্য।
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭
জাফরুল মবীন বলেছেন: ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় এত বিপুল সংখ্যক পরীক্ষার্থীর ফেল করা আমার মনে হয় আমাদের ক্রমনিম্নমুখী শিক্ষামানের একটি গুরুত্বপূর্ণ বাস্তবচিত্র।আশা করব শিক্ষার্থীদের ও দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিবেন।
ভাই মদন আমার মনে হয় এ বিষয়ে পোস্টটাকে আরও বিস্তৃত করে পরিসংখ্যানসহ উপস্থাপন এবং সেটিকে স্টিকি করে ব্লগে আলোচনা করলে খুবই ভাল হতো।এ বিষয়ে ব্লগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারেন।
অনেক ধন্যবাদ আপনাকে জনগুরুত্বপূর্ণ বিষয়টি উপস্থাপনের জন্য।
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭
হাসানস০০৭ বলেছেন: ছিঃ এভাবে বলেনা? লজ্জা!!!
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৩
নিঃস্বার্থ ভালোবাসা বলেছেন: এভাবে চললে আমার নাতিপুতি ও ডিজিটেল বাংলাদেশ দেখতে পারবে কিনা সন্দেহে পড়ে গেলাম।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৪
মদন বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৬
খাটাস বলেছেন: মনে মন ঐ ঐ লোকের নাম নিয়ে ছাত্রলীগের ফর্ম পূর্ণ করে ঢাকা ভার্সিটি তে ভর্তি করান হোক- পরীক্ষার দরকার নাই।