![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।
যুগে যুগে হেনেছে প্রলয়, তান্ডবী যত ঘূর্নিঝড়!
ধুমকেতু, সাইক্লোন, আমি যামানার মহাস্বার্থপর।
মহাযুগের মহাশপথ বহি প্রিয় হীন দর্পনে
এ যামানার উটকো, আমি বিজ্ঞ মহাজ্ঞানে।
.
সহস্রাব্দের মাইল ফলক আমি নাটের গুরু
কালজয়ী সব কাব্যের মহানায়ক, অভীরু,
আমি যামানার মহাপ্রেমিক ডুবি তারই সরাবে
সাকি চাতকের তেয়াস মিটিয়ে দাও তৃষ্ণা যবে।
.
আমি বাদলের মহাপ্লাবন ডাকি বর্ষায় গুড়গুড়!
বিজলীর বিভীষিকায় ভাঙি সখার হেয়ালি ঘোর।
আকাশ ছেয়ে মেলি বিস্তৃত ডানা উড়ে গাঙ্গচিল-
ভাদ্রের ভরা যৌবনে আমি ঢলঢলে চলনবিল।
.
কিশোরীর নাকের নোলক আমি কানের দুল
রিমিঝিমি তার নূপুর বাজে বেণীতে বকুল।
আমি শরতের শিশির, পৌষের ঘন কুয়াশা
ঠাকুরদার যেন সেই অপূর্ণ যে দুরন্ত আশা।
.
আমি নজরুলের দরাজ কণ্ঠে ভরা উন্নত মম শির!
জীবনানন্দের ঝরা পালক, জসিমুদ্দিনের নকশির
তপ্ত লু-হাওয়ার বিষাদ বালুকায় চলে মুসাফির!
রক্তাক্ত পথেই আনি ছিনিয়ে বিজয় চির শান্তির।
.
অট্টহাসিতে ফাটিয়া দেউলিয়াপনার করি বন্দেগী
ঘরকোণে নই আমি, আমি অভিশপ্ত পথের বিভাগী।
জীবনের বাঁকে করি সন্ধি মিলনের পথেই যত পঙ্কিলতা
এ যামানার আমি মহাকবি_ আবোল তাবোল লিখে কবিতা।
©somewhere in net ltd.