| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগন্তুক কবি
মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।
.
সত্য কথা বলতে এমন শুনতে লাগে তিতা
জনে জনে ধর্ম কিনে জোচ্চোরেরাই মিতা।
ধর্ম বেচে ধার্মিকেরা অধর্মের আজ জয় জয়কার
ঈশ্বরেতে ঠুঁকে মাথা ফের নিন্দুকেরাই ধর্মাবতার।
আদি পিতা আদম সত্য বলতে কারো বাধে যদি;
হাজার পাপে গঙ্গা পাপি পাপ মুছে দেয় গঙ্গা নদী।
পাপের ভারে ভবের দেহ শুদ্ধ করে যে জন তোমায়
এমন অনেক পাপী আছে শুনতে যেনো কেমন শুনায়!
.
টুপি দিলে মোল্লা বনে পৈতা পড়ে ব্রাক্ষ্মণ এরা;
ধুতি সুতি যা পড়ি ভাই মানুষ তুমি মুখোশ পড়া,
যিশু সত্য ঈসা সত্য- সত্য সত্যে ব্যবধান!
সত্য তোমার আল্লাহ-রাসুল সত্য ভগবান?
কোরান সত্য পুরাণ সত্য- সত্য কিতাব বাইবেল?
এমন আজব প্রশ্ন শুনেই হই সকলে মিরাক্কেল। 
©somewhere in net ltd.