![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।
.
পথ ভুলা পথিক হবো- পথ হারিয়ে পথের শেষে
সন্ধ্যা তারা হয়ে দেখ আসব আমি তোমার দেশে।
পথ ভুলেছি পথের বাঁকে
মিছে মিছিই আমায় ডাকে
পথিক হলাম সেইতো কবে
পা বাড়ালাম আসব তবে।
মন কাননে তার বিহনে মন ভুলানো সুর আবেশে
আসব আমি সেদিন এক আগন্তুক পথিক বেশে।
মেঘে চড়ে আসতে গিয়ে মেঘ এনেছি কিনে
প্রাণ সপেছি সেদিন তোমায় প্রাণের গহীনে।
দিন যেতে হায় সাজাই কনে
পথ ভুলি তাই উদাস মনে,
মন বিকি তাঁর সিকি ছ' আনার
মন বলে আর নেই যে আমার।
তারপরেও ভেবে তারে দেশ হতে আজ দেশান্তরে
গুমট করা চোখের পাতায় মেঘ এনেছি নায়র করে।
©somewhere in net ltd.