নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যৌবনে একবার এক স্বপ্নবালিকার প্রেমে পড়ি; এখনো পড়ি_ অথচ সে প্রেম এ প্রেমে যত তফাৎ! তবুও তো একবার কিংবা প্রেমে পড়ি বারবার। প্রেমে পড়ি, রোজ কল্পনার সেই মানসীর;প্রেমে পড়তেই আমাকে করেছে ছন্নছাড়া কিংবা ভবঘুরে এক কবি!:___আবু রায়হান মিসবাহ্

আগন্তুক কবি

মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।

আগন্তুক কবি › বিস্তারিত পোস্টঃ

চোখের পাতায় মেঘ এনেছি // আবু রায়হান মিসবাহ্

০৩ রা মার্চ, ২০১৬ রাত ১০:৫৮

.
পথ ভুলা পথিক হবো- পথ হারিয়ে পথের শেষে
সন্ধ্যা তারা হয়ে দেখ আসব আমি তোমার দেশে।
পথ ভুলেছি পথের বাঁকে
মিছে মিছিই আমায় ডাকে
পথিক হলাম সেইতো কবে
পা বাড়ালাম আসব তবে।
মন কাননে তার বিহনে মন ভুলানো সুর আবেশে
আসব আমি সেদিন এক আগন্তুক পথিক বেশে।

মেঘে চড়ে আসতে গিয়ে মেঘ এনেছি কিনে
প্রাণ সপেছি সেদিন তোমায় প্রাণের গহীনে।
দিন যেতে হায় সাজাই কনে
পথ ভুলি তাই উদাস মনে,
মন বিকি তাঁর সিকি ছ' আনার
মন বলে আর নেই যে আমার।
তারপরেও ভেবে তারে দেশ হতে আজ দেশান্তরে
গুমট করা চোখের পাতায় মেঘ এনেছি নায়র করে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.