নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যৌবনে একবার এক স্বপ্নবালিকার প্রেমে পড়ি; এখনো পড়ি_ অথচ সে প্রেম এ প্রেমে যত তফাৎ! তবুও তো একবার কিংবা প্রেমে পড়ি বারবার। প্রেমে পড়ি, রোজ কল্পনার সেই মানসীর;প্রেমে পড়তেই আমাকে করেছে ছন্নছাড়া কিংবা ভবঘুরে এক কবি!:___আবু রায়হান মিসবাহ্

আগন্তুক কবি

মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।

আগন্তুক কবি › বিস্তারিত পোস্টঃ

আসছে আবার ফেব্রুয়ারি // আবু রায়হান মিসবাহ

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৭

আসছে আবার ফেব্রুয়ারি
আসছে একুশ বর্ষা বারি;
বায়ান্ন আর উনসত্তর
হামলে পড়ে রাতদুপুর ।
আসছে আবার কালরাত
হাসছে এরা শকুনের জাত!
নগ্ন করে জাতির বিবেক
দিন দুপুরে হাঁকছে মেঘ
মেঘ! ওরা মেঘালয়ের কোল ঘেঁষে
ঘাপটি মেরে হামলে পরে দিন শেষে;
ওরা দেয় বসিয়ে বিষদাঁত
ওরাই আলবদরের জাত।
.
আসছে ধেয়ে শেয়াল শকুন
দেশের তরে খেয়াল রাখুন,
ওরা আমার মানচিত্র খামচে ধরে-
ওরা, ওরা দিনদুপুরে ঝাঁপিয়ে পড়ে
মানুষ মারে বিষ ছাড়ে ছোবল মারে
ওরাই নিলাম করে আমার দেশটারে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.