নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যৌবনে একবার এক স্বপ্নবালিকার প্রেমে পড়ি; এখনো পড়ি_ অথচ সে প্রেম এ প্রেমে যত তফাৎ! তবুও তো একবার কিংবা প্রেমে পড়ি বারবার। প্রেমে পড়ি, রোজ কল্পনার সেই মানসীর;প্রেমে পড়তেই আমাকে করেছে ছন্নছাড়া কিংবা ভবঘুরে এক কবি!:___আবু রায়হান মিসবাহ্

আগন্তুক কবি

মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।

আগন্তুক কবি › বিস্তারিত পোস্টঃ

মেঘ কিনেছি // আবু রায়হান মিসবাহ

০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৫০


আজক বেজায় রোদ চটেছে
সকাল সকাল মেঘ হটেছে
মেঘ কিনেছি-
খুব চিনেছি-
বলছি ফের!
ঐ আকাশের
দূর সীমানায় মিলিয়ে গেছে।
মেঘ আবেশী স্নীগ্ধ কেশে
মেঘ জমছে সন্ধ্যা শেষে
খুব খুঁজেছি-
খুব বুঝেছি-
মেঘে করে আসতে ভেসে
এরে, রাগ করেছ তাতেই....
এমন হলো
দিন গড়ালো
মৃদু কোনো রোদ ছড়াতেই।
.
হয়ত সেদিন ঠিক করিনি
হয়ত কারোর হাত ধরিনি,
তারপরেও সন্ধ্যায় আমি
উড়াই ঘুড়ি পাড় বাদামি
মান করেছে মান ভাঙিনি
প্রাণ হেরেছে ধার-ধারিনি;
প্রাণের টানে আজ এখানে
নিলাম তুলি তোমার নামে
তুমি এলে এলো আরো
ইচ্ছে হলে বলতে পারো
বলতে পারো মেঘ এনে দাও
কিংবা কিছু মেঘ ছুঁয়ে যাও।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.