![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।
আমার প্রতিটি নিঃশ্বাসে দীর্ঘ থেকে দীর্ঘতর দীর্ঘশ্বাস!
নির্বাক, নিষ্পলক এলোমেলো শব্দ,
আর হাজারো শব্দের মাঝে শঙ্খের শৃঙ্খলন;
এক যুগ
অথবা জমে আছে যুগ থেকে যুগান্তরের কষ্ট-
আমি কষ্টের মাঝে করি নষ্টের ফেরি;
কষ্টের রংধনুর ফিঁকে রশ্মিতে বসত গড়ে
আজ আমি বড় ক্লান্ত,
তবু শত শব্দের মাঝে স্বপ্নের জাল বুনে,
বিদঘুটে শব্দেরা ডাকে আমায়
ডাকে কবিতারা ভাবলেশহীন প্রতিদিন!
কেবল দুয়ারে এসে দাঁড়ায় শুধু অনবরত কষ্ট কিংবা এক রমণী।
©somewhere in net ltd.