নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যৌবনে একবার এক স্বপ্নবালিকার প্রেমে পড়ি; এখনো পড়ি_ অথচ সে প্রেম এ প্রেমে যত তফাৎ! তবুও তো একবার কিংবা প্রেমে পড়ি বারবার। প্রেমে পড়ি, রোজ কল্পনার সেই মানসীর;প্রেমে পড়তেই আমাকে করেছে ছন্নছাড়া কিংবা ভবঘুরে এক কবি!:___আবু রায়হান মিসবাহ্

আগন্তুক কবি

মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।

আগন্তুক কবি › বিস্তারিত পোস্টঃ

মেঘের কাছে পত্র পাঠাই // আবু রায়হান মিসবাহ

০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৩


মেঘের দেশের রাজকন্যা; আছো কোথায় শুনি?
মেঘের কাছেই পত্র পাঠাই- খবর বুঝি রাখনি?
বলি বলি করেই এখন বেলা অনেক হলো-
কেনো তবে বলছো মিছে সন্ধ্যা নেমে ছিল!

সেতো গেলো পুরান কথা, কাজের কথায় আসি
তখন থেকেই উঠলো ফুঁসে গঙ্গা নামক রাক্ষসী,
এমনি যেনো আকাশ কোণে মেঘ করলো তাড়া
সে বৈশাখেরই শেষ প্রহরে করলে আঁতাত ওরা।

তারপরে এক নামলো ঝড় রাত্রি গেলে বেড়ে
তুমি তখন ঠাই দাঁড়িয়ে কলোচ্ছাসের ঘোরে
আমার নামে নালিশ দিলে লোকের কথায় যা
মনের টানে যখন সাজাই মেঘের রাজকন্যা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.