![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।
সন্ধ্যায় সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে। সংবাদ কালেক্টের জন্য ওদিকে যাওয়া। ভাবলাম ছবি'(ছদ্মনাম)র সাথে দেখা করা যাক । মাহফুজ সাথেই। ফোন দিলে ছবি আসলো। প্রথম দেখা। ছবি'র সাথে ওর এক বান্ধবীকে নিয়ে এসেছে। দুজনের সাথে ফ্রি হতে অনেকটা সময় লাগলো। পড়ে DOSA Express এ গিয়ে বসলাম। 'ছবি' একটা চা ও তিনটা 'দই-ফুসকা'র অর্ডার দিলো। ওরা দইফুসকা খাচ্ছে আর আমি চা নিলাম। ছবির প্রসঙ্গ আসতে লজ্জা ছাড়াই বলে ফেললাম, আমার ছবি কই?
ও আমতা আমতা করে জবাব দিলো, দিবে ।
আগ বাড়িয়ে থিম দিলাম, স্বভাবত কোন ছেলের হয়ে যদি ছবি আঁক সেক্ষেত্রে মাথায় অদৃশ্য কোন মেয়ে থাকবে আর মেয়ের বেলায় ছেলে উহ্য থাকবে। বনিতা না করে বলে ফেললাম সৃষ্টির ধর্মই বিপরীত লিঙ্গের দিকে। স্বীকার করে নিলো। ওদিকে চাও শেষ হয়ে এসেছে। জোকস করে বললাম তবে ছেলেটা যেন ওভার রুমিও হয়।
ছবি ধরে বসে, ওভার রুমিও মানে?
প্রসঙ্গ ঘুরাতে চেয়েও মেয়েটার সাথে পেরে ওঠলাম না। অগত্যা বলতে লাগলাম, সকালে ফারিয়া ইয়াসমিনের সাথে কথা হয়। বিনয়ের সাথে জানতে চাই ফ্রেন্ডলিস্ট থেকে নাম বাদ দিলা ভালো কথা, সাদিয়া.........
মেয়েটা কথা কেড়ে নিয়ে শাক দিয়ে মাছ ঢাকতে চেষ্টা করলো, হাতেম তাই কিনা আমিও তাতে সহযোগিতা করলাম। আর মনটাকে বুঝালাম, যাক শাক দিয়ে মাছতো ঢাকতে পেরেছি। কবি বলে হয়ত বুঝি না, তবে লাফাঙ্গার না এটা ওর কথাতেই বুঝলাম। এটাও বুঝতে পারলাম লাফাঙ্গার হলে ভালো হত।
বলে নিই, ফারিয়ার সাথে পরিচয় FB তে। তারপরে ও-ই একদিন কল দেয়। মাঝে মাঝে কথা বলতাম। মেয়েটা প্রাইমারী স্কুলে নতুন চাকরিতে ঢুকেছে। ভাবলাম চিন্তাধারা ভালো হবে। ভাবনা খারাপ হয় নাই বরং ওর কাছে আমিই খারাপ হলাম। কারণটা আজ না এমনকি কোনদিনও হয়ত বলবো না। কেননা সে নারী আর আমি কবি। তাই কবির ধর্মই চেপে যাওয়া, গেলাম। তাছড়া ভালোই সম্মান পেলাম। লাফাঙ্গার না হলে যতটুকু পাই আর কি। কথার প্রসঙ্গে ছবি'কে বললাম শারমিন, সাদিয়া, নুশবা........?
ও চিনে না।
বললাম তোমাদের কলেজেই পড়ে।
বিভাগ?
অন্য বিভাগে...।
পরে কি হল?
যেহেতু ওঠতে হবে তাই সংক্ষেপে ওর সাথে শেয়ার করলাম। তবে শারমিন, সাদিয়া, নুশবা'র ব্যাপারে খারাপ কিছু বলি নাই। বিশ্বাস না হলে ছবি'র কাছ থেকে জেনে নিবেন। তবে দৃঢ়কণ্ঠে বললাম আমি কখনোও ওদের মধ্যে থেকে কাউকে Propose করি নাই। জানাসত্ত্বে খারাপ Beheve করি নাই। তবে গল্পের প্রয়োজনে একটু অভিনয়। নুশবাকে নিয়ে সে সময় দুইটা কাব্যগ্রন্থ লিখেছি। নুশবাকে বলেছিলাম, তুমি কি হাওয়া হবে? মেয়েটি সরল মনে রাজি হয়ে যায়। চেষ্টা করেছি সেটার সম্মান রাখার জন্য। নুশবা জানতে চাইলে কখনো বলতাম 'হাওয়া নয় আদম যখন', অথবা 'এক হাওয়াতে জ্বলছি যখন' লিখছি। লিখা কমপ্লিট করতে গিয়ে দেখি একযোগে তিনজনই আমাকে Unfriend করে দিলো।
©somewhere in net ltd.