নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যৌবনে একবার এক স্বপ্নবালিকার প্রেমে পড়ি; এখনো পড়ি_ অথচ সে প্রেম এ প্রেমে যত তফাৎ! তবুও তো একবার কিংবা প্রেমে পড়ি বারবার। প্রেমে পড়ি, রোজ কল্পনার সেই মানসীর;প্রেমে পড়তেই আমাকে করেছে ছন্নছাড়া কিংবা ভবঘুরে এক কবি!:___আবু রায়হান মিসবাহ্

আগন্তুক কবি

মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।

আগন্তুক কবি › বিস্তারিত পোস্টঃ

নারী // আবু রায়হান মিসবাহ

১১ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৪

নারী
সেদিন প্রথম চিৎকার করে বলেছিলাম মা।
মা! মা! মা!
এরপর ডাংগুলি খেলা, বউছি খেলেছি,
একান্নবর্তী পরিবার, কত আনন্দ আরো কত খুনশুটি,
চাদা দিলাম চড়ুইভাতির জন্য-
সাক্ষাৎ সেবার ষড়যন্ত্র ছিলো,
ষড়যন্ত্র না এ এক কন্যাদায়গ্রস্ত পিতার গল্প।
ও হ্যাঁ - সে চড়ুইভাতির কথা ভুলে গেছি,
ভুলে গেছি সেদিনটির কথাও, অনেক কেঁদে ছিলাম।
চোখের সামনে কাকলি-কে চলে যেতে দেখে।
অবশ্য সে লালপরীটি পিঠাপিঠি আমার খেলার সাথীও ছিলো,
নারী বলতে তখন বুঝতাম ঐ ছোট্ট বোনটিকে।
এখন অবশ্য ওর সংসার হয়েছে।
ওর কোলে কৌশিক এলো,
রোজই কথা হয়, মামা-বাগনের ফোনালাপ-
মামু! ঐ মামু! মামু ডাকতে আআমিই শিখিয়েছিলাম।ওর মুখের ভাঙা ভাঙা গলার মামু ডাক বড় মধুর শুনায়!
ও অবশ্য শহরে বড় হচ্ছে, শুদ্ধ ভাষায় কথা বলে,
দিন যাচ্ছে আর ওর কথায় বিদেশি শব্দ যোগও হচ্ছে।
পেছন থেকে কেউ হাসছে, লুকিয়ে লুকিয়ে মামা-বাগনের কথা শুনছে-
আমি কাকলির কথা বলছি, ও নারী। আমার বোন!
এরপর বহু ঘাত-প্রতিঘাত পেরুলাম,
এখানে জীবনের গল্প যেমন কঠিন তেমনি ছলনাময়ীর নাম নারী।
আমি যার প্রেমে পড়েছিলাম সেও নারী,
এখনো রোজ যার প্রেমে পড়ি সেও নারী।
আমি যে ঝিনুক মালার গল্প লিখি-
বহুমাত্রিক জীবনের গল্পে যে রমণীর বুকে মানচিত্রের ছবি আঁকি
যে রমণীকে ফুলশয্যায় এনে রোজ খাবলে খেয়েছি কিংবা খাবলে খাই,
যে রমণীর গায়ে বেশ্যার কালি মেখেছি, কেনো বলছি না- নষ্টা আমার বোন, মা অথবা যাকে নারী বলছি!
এত অপবাদ তবুও ও নারী-
জগৎসংসারে এত গঞ্জনা-বঞ্চনা যার সে নারীই আমার মা।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৩

স্বাধীনতাকামী বলেছেন: কোন সূত্রে আপনি মিসবাহ?

২| ১১ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৫

বিজন রয় বলেছেন: নারী
সেদিন প্রথম চিৎকার করে বলেছিলাম মা।
মা! মা! মা!

আর কিছু বলার দরকার নেই।
++++

৩| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৪

আগন্তুক কবি বলেছেন: আমী আপনার মন্তব্য বুঝতে পারি নি

৪| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০৯

আগন্তুক কবি বলেছেন: জানি না তো

৫| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১০

আগন্তুক কবি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.