নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যৌবনে একবার এক স্বপ্নবালিকার প্রেমে পড়ি; এখনো পড়ি_ অথচ সে প্রেম এ প্রেমে যত তফাৎ! তবুও তো একবার কিংবা প্রেমে পড়ি বারবার। প্রেমে পড়ি, রোজ কল্পনার সেই মানসীর;প্রেমে পড়তেই আমাকে করেছে ছন্নছাড়া কিংবা ভবঘুরে এক কবি!:___আবু রায়হান মিসবাহ্

আগন্তুক কবি

মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।

আগন্তুক কবি › বিস্তারিত পোস্টঃ

যেমনি করে দিলেম চুমু // আবু রায়হান মিসবাহ

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:১৪


যেমনি করে দিলেম চুমু তোর কপালে
তেমনি করে দিস ফিরিয়ে রোজ সকালে।
যেমনি করে ঠোঁট ছোঁয়ালাম উষ্ণ ঠোঁটে
তেমনি করে ফুল ছুঁয়ে দিস যদি ফোটে।
যেমনি করে দিলেম পথে হাত বাড়িয়ে
তেমনি পথে থাকিসরে তুই ঢের দাঁড়িয়ে
যেমনি করে নিলেম বুকে আর্দ-উষ্ণতায়
তেমনি করে নিস জড়িয়ে অথৈ দরিয়ায়।
যেমনি করে আমার সবি তোমার করি প্রিয়
তেমনি করে তোমার কিছু আমার করে দিও।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.