![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।
যেমনি করে দিলেম চুমু তোর কপালে
তেমনি করে দিস ফিরিয়ে রোজ সকালে।
যেমনি করে ঠোঁট ছোঁয়ালাম উষ্ণ ঠোঁটে
তেমনি করে ফুল ছুঁয়ে দিস যদি ফোটে।
যেমনি করে দিলেম পথে হাত বাড়িয়ে
তেমনি পথে থাকিসরে তুই ঢের দাঁড়িয়ে
যেমনি করে নিলেম বুকে আর্দ-উষ্ণতায়
তেমনি করে নিস জড়িয়ে অথৈ দরিয়ায়।
যেমনি করে আমার সবি তোমার করি প্রিয়
তেমনি করে তোমার কিছু আমার করে দিও।
©somewhere in net ltd.