![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।
রাতের শেষে
আলোয় হেসে
সূর্য উঠেছে
মেঘের পরে
তোমার তরে
পত্র জোটেছে-
সূর্য উঠেছে।
এমনি এলে
মেঘের ছলে
উদাস রমণী
সাজের শেষে
মেঘের বেশে
আসলে অমনি;
পত্রে রটেছে-
সূর্য উঠেছে।
হলো রক্তে লাল
শহীদের কঙ্কাল
লাল সবুজের হাটে
ছিঁড়ে খায় ওরা
চিল-শকুনেরা
রোজ রাত-বিরাতে।
পত্র টুটেছে-
সূর্য উঠেছে।
খায় ছিঁড়ে ওরা
কিছু হায়েনারা
খামছে ধরেছে
রক্তাক্ত করেছে
তনুর শরীর!
এই কি চেয়েছি
থমকে গিয়েছি
বীভৎস রজনীর
পত্র লুটেছে-
সূর্য উঠেছে।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৯
ম্যাক্সিম বলেছেন: ভাল ছিল।