![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।
কেউ চাইলেই মেঘ হবো আমি
কিংবা শুভ্র নীল
স্বপ্নভরা দুচোখ আমার আজ
উদাস শঙ্খচিল!
কেউ চাইলেই বৃষ্টি হবো ঢের
ভিজতে শিখেছি
উড়ো কোনো মেঘের কাছে সে
নামটি লিখেছি।
কেউ চাইলেই রংধনু হবো এক
কিংবা রঙের হাটে
সবুজ চাদরে ঢেকে দেবো গাঁ
রাত নামা তল্লাটে।
©somewhere in net ltd.