![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।
বাতাসে ছুঁয়ে দিই মেঘ- আঁকি তাঁর ঠোঁটে চাঁদের চুম্বন।
শত নিঃসীমে মিশে গিয়ে পথ- সমাগত অশান্ত দহন।
সমাগত এক রাতের শেষে ফেলি প্রেয়সীর চোখে চোখ;
একাকী অনাগত সময়ের অপেক্ষায় আপনায় বাঁধি বুক।
.
আঁকি তাঁর ঠোঁটে চুম্বন চাঁদের- সমাগত ব্যস্ত প্রহর পর-
রংতুলির ক্যানভাসে এঁকেছি- শিশির জমা মেরু-প্রান্তর!
এসেছে যাবার বেলা চলেই তো যাবো অতৃপ্ত হৃদয় মাঝে;
রমণীরে চিনি স্পর্শের লোভে পৌরুষ ছিলো বয়সের ভাঁজে।
©somewhere in net ltd.