![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।
মিছেমিছি স্বপ্ন বুনি মিছে গান কবিতা
তুমি আছো এই মিছে স্মৃতি ব্যাকুলতা
এসেছিলে একবার হারিয়ে আবার
বন্ধু তোমার ঠিকানা নেই আজ জানা
হারিয়ে গানের বীণা, হারিয়ে ঠিকানা।
কত ভাব ছিল, ভাবনার দু'টি হৃদয়ে
বন্ধু তোমার পথের ধারে হাত বাড়িয়ে।
আজ প্রেম নেই, নেই তুমি-
তুমি হীনা এ হৃদয় এই আমি
এসেছিলে একবার হারিয়ে আবার
বন্ধু তোমার ঠিকানা নেই আজ জানা
হারিয়ে গানের বীণা, হারিয়ে ঠিকানা।
এখন আর গান তার বাজে তানপুড়ায়
মনে হয় সে হৃদয় নেই আজ মনপুড়ায়।
এসেছিলে একবার হারিয়ে আবার
বন্ধু তোমার ঠিকানা নেই আজ জানা
হারিয়ে গানের বীণা, হারিয়ে ঠিকানা।
©somewhere in net ltd.