![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।
রঙের মিছিলে তুমি এসেছিলে খেলাঘরে
আলো ছায়ায় ডেকে আমায় মেঘের পরে;
এবেলা ওবেলা বলে যায় সাজ কনে
সহসাই এক সন্ধ্যায় দিবে মেঘ এনে।
.
এ মিছিলে জড় হলে আগন্তুক মেঘমালা
সুরের মূর্ছনায় গাঁথি ফের সে ছন্দ মালা ।
নেই লুকোচুরি তবু ইশারায় ডাকে স্বপ্নচূড়া
এখানে ঘটে ছন্দপতন কিংবা বাজে তানপুরা।
©somewhere in net ltd.