![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।
এখনো ডাকে- নির্ঘুম রাত জেগে
রমণীরা সাজ সাজ রবে
ওরা ডাকে- নিষ্পলক ইশারায়;
এ যেনো কত কালের চেনা মুখ!
ওরা এই সমাজে বেড়ে ওঠা কিছু মাংসাশীর খাবলে খাওয়া
চিবুক, স্তন, পিঠ, রক্তাক্ত জরায়ু- রাতভর কিছু হায়েনার খাবার।
.
ওর বয়স কতইবা হবে
এখনো কপালের সিঁদুর মুছেনি,
কিংবা এখনো সীঁথিতে সিঁদুরই উঠেনি।
তারপরেও যেনো এক একটা রাত জড়ো করা অসংখ্য শব্দের বিভীষিকাময় ছন্দপতন।
এখনো হয়ত কেউ দাঁড়িয়ে আছে;
বস্তির কোল ঘেঁষে কিংবা ঝুপড়ির পাশে,
ষোড়শীর ঠোঁট লেপটে লাল কৃষ্ণচূড়ার শোভা;
হায়রে, হায়রে আমার মানবতা
যাকে রোজ বিবস্র করে চলছি,
এখনো বিবস্র হতে দেখি- কিংবা ধর্ষিত মানবতা।
কেউ তার কথা বলে না।
ঘুণে খাওয়া সমাজে ওরা- তোমার আমার লালসার শিকার।
.
সস্তায় শরীর বিকে ওরা নষ্টা
তারপরেও বলতে শুনি আমি পুরুষ আমিই এই সমাজ।
©somewhere in net ltd.