![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।
অনেক দিয়েছো । বলো, হাত পেতে আর কত নেবো
অনেক হয়েছে ,সবি তো পেলাম তবে আর কি দেবে!
মিছে মান-আভিমান, স্মৃতিতে ম্লান সেই সব ছেলেবেলা
এ যেন তারই হাতে গড়া বালির প্রাচীরের ছেলেখেলা।
তবে কি প্রিয়, সব মানুষ একইরকম! ওই যে বললে
জীবনের সুতোয় টান পড়লেই...। তবে কখন এলে?
এক চৈত্রে ঝড় উঠে, সেদিন অনেক কিছুই হারিয়েছে
শুধু আমাকেই দিলে বৃষ্টি ঝরাতে- উড়ো মেঘের কাছে।
কে জানে তারপর কি হলো? দেখতে দেখতে অনেকদিন
যে স্বপ্নবালিকা পথ দেখাবে বলেই..। পা বাড়াই রেখাহিন
অজানা সে এক স্বপ্নপুরিতে যেখানে মৃত্যু-আমি আর
উড়ে যেতেই মেঘমালা, ওমনি শব্দ শুনি হৃদয় ভাঙার।
আবু রায়হান মিসবাহ
কবি ও লেখক
[email protected]
২| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১২
আগন্তুক কবি বলেছেন: ধন্যবাদ
৩| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১২
আগন্তুক কবি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৯
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: খুব সুন্দর বাস্তব রুপ ফুটিয়ে তুলেছেন এই কবিতায়
ভীষণ ভাললাগা,,,,