নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যৌবনে একবার এক স্বপ্নবালিকার প্রেমে পড়ি; এখনো পড়ি_ অথচ সে প্রেম এ প্রেমে যত তফাৎ! তবুও তো একবার কিংবা প্রেমে পড়ি বারবার। প্রেমে পড়ি, রোজ কল্পনার সেই মানসীর;প্রেমে পড়তেই আমাকে করেছে ছন্নছাড়া কিংবা ভবঘুরে এক কবি!:___আবু রায়হান মিসবাহ্

আগন্তুক কবি

মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।

আগন্তুক কবি › বিস্তারিত পোস্টঃ

জানি কেউ ভালোবাসি বলবে না : আবু রায়হান মিসবাহ

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৮


জানি, কেউ ভালোবাসি বলবে না
কেউ ভালোবাসুক তাও বলবো না।
মিছেমিছি এই পথ ধরে সুদূরে হেঁটে যাওয়া
হৃদয়ে করি ধ্যান-দেনা পথে কুড়িয়ে পাওয়া।
আজ আমার পড়ন্ত এবেলা-
মিটিমিটি রোদ ছিল ও বেলা
এরপর যায় হারিয়ে সুখ বলে নেই কিছু
হাত বাড়িয়ে ছুটতে কোনো মেঘের পিছু।

আজ আমি চাইবো না- যা কিছু হারিয়েছি;
যে চোখ ভিজিয়েছ কিংবা ভিজতে শিখেছি।
জানি কেউ জল মুছে দিবে না-
জানি কেউ বুকে তুলে নিবে না,
তবুও ভুলে যেতে চাই- ঢের ভুলে গেছি;
ভুলে যেতে চাই যা কিছু ফেলে এসেছি।
জানি ভুলে গেছো- ভুলে যেও আমায়
ভালো থেকো প্রিয়- আপন আঙিনায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৩

মোরশেদ১২৩৪ বলেছেন: জানি, কেউ ভালোবাসি বলবে না
কেউ ভালোবাসুক তাও বলবো না।

এই কথা গুলোর সমাধান হয় মন দিয়ে নয়
মোর মানি দিয়ে।
to know more click here
The greatest leader of Bangladesh

২| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪২

আগন্তুক কবি বলেছেন: কি জানি ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.