নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যৌবনে একবার এক স্বপ্নবালিকার প্রেমে পড়ি; এখনো পড়ি_ অথচ সে প্রেম এ প্রেমে যত তফাৎ! তবুও তো একবার কিংবা প্রেমে পড়ি বারবার। প্রেমে পড়ি, রোজ কল্পনার সেই মানসীর;প্রেমে পড়তেই আমাকে করেছে ছন্নছাড়া কিংবা ভবঘুরে এক কবি!:___আবু রায়হান মিসবাহ্

আগন্তুক কবি

মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।

আগন্তুক কবি › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছা জাগা রঙের ঘুড়ি : আবু রায়হান মিসবাহ

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২০


ইচ্ছা জাগা রঙের ঘুড়ি নাটাই ছাড়া উড়িয়ে দিতেই
তোমার কাছে নালিশ করি একটু পথ না বাড়াতেই;
পথেই যেদিন মন বিকিলাম
তোমার নামে নালিশ দিলাম।
অমনি পথে পথ না ফুরাতে জমেছে উৎসব
স্মৃতিপাতায় মিলিয়ে দেখি হারানো শৈশব।
.
তোমার সুরে সুর মেলাতে সুরের আঙিনায়
বন্ধ ছিলো মনের দুয়ার চোখ জানালায়।
বন্ধ ঘরে উঁকি দিয়ে ডাকতে গিয়েই দেখি
হাত বাড়িয়ে ডাকছে সে রাত তখনো বাকি;
রাতের শেষে আনতে এসে সূর্যোদয়ের আলো;
অমনি সে সুখের পায়রা হাওয়ায় মিলিয়ে গেলো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.